Mamata Banerjee: অক্সফোর্ডে সাহিত্যিক হিসেবে আমন্ত্রিত মমতা

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (University of Oxford) একটি বিশেষ ভাষণ দেবে তিনি। একুশে মার্চ তিনি দুবাই (Dubai) হয়ে লন্ডনের (London) উদ্দেশ্যে রওনা দেবেন অক্সফোর্ডে তার আলোচ্য বিষয় হবে সামাজিক উন্নয়ন: শিশু ও নারী ক্ষমতায়ন। তবে শুধু একজন রাজনৈতিক নেতা (Political leader) বা প্রশাসনিক দক্ষতার (Administrative skills) জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায় লেখিকা (Writer) হিসেবে এই বিশ্ববিদ্যালয় আমন্ত্রিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা হিসেবে বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তার ভাষণে শুধুমাত্র রাজনীতি (Politics) নয়, বাংলা সাহিত্য (Bengali literature) ও সংস্কৃতি (Culture) নিয়ে আলোচনা করা হবে।

আরও পড়ুন:Sabuj Sathi: পড়ছে মরচে, জমছে ধুলো, খোলা আকাশের নিচে পড়ে আছে সবুজ সাথীর কয়েকশ সাইকেল

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই আমন্ত্রণের মূল কারণ তার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সাংস্কৃতিক দিকও। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা এবং গ্রামীণ উন্নয়নে তার উদ্যোগ প্রশংসনীয় তার নেতৃত্বাধীন সরকার বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগণের, বিশেষত মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করেছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

তবে মমতার আমন্ত্রণের এক বিশেষ দিক হল তার লেখক পরিচয়। একজন কবি (Poet) ও প্রাবন্ধিক (Essayist) হিসেবে তার সাহিত্যকর্ম সমাজের বিভিন্ন দিক তুলে ধরেছে। তার লেখা বাংলার সংস্কৃতি এবং সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট ভাবে প্রতিফলিত হয়। বাংলা সংস্কৃতির প্রসার এবং নতুন প্রজন্মকে বাংলা বাঁচাও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুধু রাজনীতি বা প্রশাসন নয়, বরং বাংলার সাহিত্য, সংস্কৃতি ও সমাজের অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং ছাত্রদের জন্য অত্যন্ত মূল্যবান হবে।

আরও পড়ুন:Rhino Census: গোরুমারায় শুরু গন্ডার শুমারি !