Golden Passport Sale: নাগরিকত্ব কিনলেই ৮৯ দেশে ভিসামুক্ত প্রবেশ!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরু (Nauru) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে ‘গোল্ডেন পাসপোর্ট’ (Golden Passport Sale) কর্মসূচি চালু করেছে। মাত্র ১০৫,০০০ ডলার (প্রায় ৯১.৫ লক্ষ টাকা) বিনিময়ে নাউরুর নাগরিকত্ব পাওয়া যাবে, যা পাসপোর্টধারীদের ৮৯টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার (Visa-free entry) প্রদান করবে। এই দেশগুলোর মধ্যে রয়েছে আয়ারল্যান্ড (Ireland), হংকং (Hong Kong), সংযুক্ত আরব আমিরাত (UAE), সিঙ্গাপুর (Singapore) এবং যুক্তরাজ্য (United Kingdom)।

আরও পড়ুন:- Donald Trump: অন্যায় করছে ভারত! বন্ধু দেশকে পাল্টা দাওয়াই ট্রাম্পের

মাইক্রোনেশিয়ার (Micronesia) অন্তর্গত ২১ বর্গকিলোমিটারের এই দ্বীপটি বর্তমানে জলবায়ু পরিবর্তন (Climate Change), সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি (Rising Sea Levels), উপকূলীয় ক্ষয় (Coastal Erosion) এবং প্রাকৃতিক দুর্যোগের হুমকির মুখে। মাত্র ১২,৫০০ জন জনসংখ্যার (Population) দেশটিতে বসবাসের জন্য পর্যাপ্ত উঁচু স্থান নেই। এজন্য সরকার উঁচু এলাকায় পুনর্বাসন (Relocation Plan) এবং নতুন অবকাঠামো তৈরির পরিকল্পনা নিয়েছে, যার আনুমানিক ব্যয় ৫৪৫ কোটি টাকা (54.5 crore INR)।নাগরিকত্ব কর্মসূচির(Golden Passport Sale) প্রধান এডওয়ার্ড ক্লার্ক (Edward Clarke) জানিয়েছেন, এই বছর ৬৬টি আবেদন গ্রহণ (Applications Target) এবং ভবিষ্যতে ৫০০ জন নতুন বিনিয়োগকারী (Investors) অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে, যা থেকে ৫০ মিলিয়ন ইউরো (50 million euros) সংগ্রহ করা হবে। এটি নাউরুর মোট সরকারি রাজস্বের (Government Revenue) প্রায় ২০ শতাংশ। রাষ্ট্রপতি ডেভিড আদেয়াং (David Adeang) বলেছেন, এই কর্মসূচির মাধ্যমে দেশটি শুধু জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন (Sustainable Development) নিশ্চিত করতে চাইছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এর আগেও নাউরু ২০০৩ সালে নাগরিকত্ব বিক্রির (Citizenship Sale) উদ্যোগ নিয়েছিল, তবে আল-কায়েদার (Al-Qaeda) দুই সদস্যকে পাসপোর্ট দেওয়ার পর এটি বাতিল করা হয়। এবার দেশটি কঠোর ব্যাকগ্রাউন্ড যাচাই (Background Check) নিশ্চিত করবে। ফসফেট খননের (Phosphate Mining) ফলে দ্বীপটির প্রায় ৮০% ভূমি বসবাসের অযোগ্য (Uninhabitable Land) হয়ে গিয়েছে। তাই, অর্থনৈতিক ও পরিবেশগত টিকে থাকার জন্য গোল্ডেন পাসপোর্ট(Golden Passport Sale) কর্মসূচি নাউরুর জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।