Champions Trophy Final: চরম বিপদে নিউজিল্যান্ড, আশায় বুক বাঁধছেন রোহিতরা

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ভারতের (India) বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে (Champions Trophy Final) নামার আগে বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে (New Zealand)। বুধবার লাহোরে (Lahore) হাই-স্কোরিং সেমিফাইনালে (Semi-final) দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৫০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। আগামী রবিবার দুবাইয়ে (Dubai) ট্রফি জয়ের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে নামবে তারা। কিন্তু তার আগে চোটের কবলে পড়ে ফাইনাল থেকে ছিটকে যেতে পারেন তারকা কিউয়ি পেসার (Kiwi Pacer) ম্যাট হেনরি (Matt Henry)।

আরও পড়ুন: Champions Trophy Final: ভারতকে হুঁশিয়ারি, ফাইনালের দামামা বাজিয়ে দিলেন কিউয়ি অধিনায়ক

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ম্যাট হেনরি। ২৯ তম ওভারের চতুর্থ বলে স্যান্টনারকে তুলে মারতে গেলে হেনরির হাতে ক্যাচ দিয়ে বসেন হেনরিখ ক্লাসেন। ডাইভ দিয়ে সেই ক্যাচ নেওয়ার সময় ডানদিকে কাত হয়ে মাঠে পড়েন হেনরি এবং ডান কাঁধে গুরুতর আঘাত পান। তৎক্ষণাৎ ফিজিও এসে শুশ্রূষা করলেও যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় কিউয়ি পেসারকে।

পুরো ওভার বল‌ করতেও পারেননি হেনরি। চোট পেয়ে মাঠ ছাড়ার আগে পর্যন্ত ৭ ওভার বল করে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, “হেনরির কাঁধে ব্যথা রয়েছে। ‌ওর আঘাত কতটা গুরুতর তা বোঝার জন্য আগামী দু-তিনদিন অপেক্ষা করতে হবে। টিম ম্যানেজমেন্ট ওর দিকে নজর রাখছে। আমরা আশাবাদী ও ফাইনাল (Champions Trophy Final) খেলবে।“

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

পুরো টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ফর্মে রয়েছেন হেনরি। চার ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন শীর্ষে।গত রবিবার ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে ২৪৯ -এ আটকে রাখেন মেন ইন ব্লুজদের। তাঁর শিকারের তালিকায় ছিলেন শুভমন গিল, বিরাট কোহলি, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজাদের মত ভারতের সেরা ব্যাটাররা। ফলে চোটের কারণে তিনি যদি শেষমেশ ফাইনালে (Champions Trophy Final) খেলতে না পারেন তাহলে তা নিঃসন্দেহে বড় ধাক্কা হবে কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনারদের জন্য।