IPL Ticket Booking: কবে থেকে পাওয়া যাবে কেকেআরের টিকিট?

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইপিএল (IPL 2025) শুরু হতে বাকি আর হপ্তা দুয়েক। ২২ মার্চ ইডেনে (Eden Gardens) গতবারের চ্যাম্পিয়ন (Champions) কলকাতা নাইট রাইডার্স নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌র (KKR vs RCB) বিরুদ্ধে। হাইভোল্টেজ এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন শহরের ক্রিকেটপ্রেমীরা। আর শুক্রবার দুপুর ১২:০০ টা থেকে শুরু হয়ে গেল সেই ম্যাচের টিকিট বিক্রি (IPL Ticket Booking)। অনলাইনে টিকিট বুক করা যাবে বুক মাই শো (Book My Show) অ্যাপের মাধ্যমে।

আরও পড়ুন: KKR vs LSG: ইডেনে হচ্ছে না কেকেআর বনাম এল‌এসজি ম্যাচ?

কেকেআর সূত্রে খবর এবারে টিকিটের (IPL Ticket Booking) দাম বাড়ছে। সর্বনিম্ন টিকিটের দাম ধার্জ করা হয়েছে ৯০০ টাকা। গতবারের তুলনায় দাম বেড়েছে ১৫০ টাকা। দাম বেড়েছে ক্লাব হাউস থেকে ভিআইপি বক্সসহ সবধরণের টিকিটের‌ই। সর্বোচ্চ দাম বি ব্লক প্রিমিয়ামের — ৩৫০০০ টাকা। প্রাথমিকভাবে কেকেআর বনাম আরসিবি এবং কেকেআর বনাম কেকেআর বনাম আরসিবি এবং কেকেআর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের টিকিট উপলব্ধ করা হয়েছে। এরপর কেকেআরের বাকি হোম ম্যাচগুলির টিকিট ছাড়া হবে।

গত মরশুমে চ্যাম্পিয়ন হ‌ওয়ার কারণে এবারে আইপিএলের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ হবে ইডেনে। এছাড়া দ্বিতীয় কোয়ালিফায়ার‌ও হবে ইডেনে। সবমিলিয়ে কেকেআরের সাতটি হোম ম্যাচের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত ম্যাচ হবে ইডেনে। অর্থ্যাৎ মোট ৯ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবার ইডেনে। তবে ইডেনে ম্যাচ হলেও টিকিটের দাম (IPL Ticket Booking) নির্ধারণের ক্ষেত্রে কোন ভূমিকা নেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (CAB)।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

নিয়ম অনুযায়ী আইপিএলের টিকিটের (IPL Ticket Booking) দাম ঠিক করে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। তারপর তা পাঠানো হয় বোর্ডের কাছে। বোর্ডের তরফে থেকে অনুমোদন আসলে সেই দাম নির্ধারণ করা হয়। এবারে কেকেআরের তরফে টিকিটের দামের ক্ষেত্রে ‘ডাইনামিক প্রাইসিং’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাইনামিক প্রাইসের ক্ষেত্রে কোন নির্দিষ্ট মূল্য নির্ধারিত থাকে না। চাহিদা অনুযায়ী দাম বাড়ার কমা হতে থাকে। অর্থাৎ কেকেআর-আরসিবি বা কেকেআর-সিএসকে ম্যাচের টিকিটের মূল্য যা তার থেকে রাজস্থান রয়্যালস বা গুজরাট টাইটান্স ম্যাচের টিকিটের মূল্য কম হতে পারে। কেকেআরের ইতিহাসে যা এই প্রথম।