নিউজ পোল ব্যুরো: নারী দিবসের দিনেই নিয়ের মেয়ের সঙ্গে বাবা ঘটালেন ভয়ঙ্কর কাণ্ড। ঘটনা প্রকাশ্যে আসতেই বয়ে গিয়েছে নিন্দার ঝড়। একজন বাবার কাছে মেয়ে যেখানে সবচেয়ে সুরক্ষিত থাকে সেখানে বাবাই মেয়েকে খুন করার চেষ্টা করেছেন। ঘটনা খাস কলকাতার (Kolkata) যাদবপুরের(Jadavpur) । ১৫ বছর বয়সি মেয়েকে তিন তলার ফ্ল্যাটের বারান্দা থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে যাদবপুরের(Jadavpur) আনন্দপল্লিতে। যাদবপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানায় আজ শনিবার দুপুর দেড়টা নাগাদ একটি ফোন আসে। যেখানে পুলিশকে জানানো হয় আনন্দপল্লির এক বাসিন্দা নিজের মেয়েকে তাঁর তিনতলার ফ্ল্যাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। প্রতিবেশী সংযুক্তা চক্রবর্তী এই অভিযোগ জানান পুলিশের কাছে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। যাদবপুরের আনন্দপল্লিতে ৯৬/৩ নং ফ্ল্যাটের নিচ থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে চিন্ময় গোপ নামে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে।
আরও পড়ুনঃ Dead Body: ভয়ঙ্কর, খড়ের গাদা থেকে উদ্ধার ঝলসানো দেহ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুরের(Jadavpur) নাবালিকা মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির অবস্থা ঠিক না থাকায় তার বয়ান নিতে পারেনি পুলিশ। পুলিশ ওই ব্যক্তির পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। বাবা হয়ে কেন মেয়েকে বারান্দা থেকে ঠেলে ফেল দিল তা নিয়ে উঠছে প্রশ্ন। আদৌ কি ঠেলে ফেলে দিয়েছেন নাকি অন্য কোনও ঘটনা রয়েছে। আর যদি ঠেলে ফেলেও দেন তাহলে কেন এই কাজ করলেন তা নিয়ে পুলিশ তদন্ত শুরু হয়েছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/