নিউজ পোল ব্যুরো: সফরসূচীতে হয়েছে কিছুটা বদল। সকালের বদলে শনিবার রাতের বিমানে লন্ডন (London) উড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়।(Mamata Banerjee) তবে যাওয়ার আগে রাজ্যের মানুষের যাতে অসুবিধা না হয় সেই কারণে গড়ে দিয়ে গিয়েছেন স্পেশাল টাস্ক ফোর্স। সেই সঙ্গেই শনিবার সন্ধ্যাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেই রাজ্যবাসীর উদ্দেশ্যে দিয়ে গিয়েছেন বিশেষ বার্তা। সেই সঙ্গেই রাজ্যবাসীকে দিয়েছেন অভয়বার্তা।
কলকাতা বিমান বন্দরে প্রবেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের সকালেই বিমান ছিল কিন্তু তা বাতিল হয়েছে। কাজেই সব অনুষ্ঠানেই প্রায় অনেকটা সমস্যা হয়ে গিয়েছে। যেহেতু আমাদের অনেকগুলো ব্যবসায়িক মিটিং আছে তাই যেতে হচ্ছে। কিন্তু খুব হেটট্রিক হয়ে গেল। চারটে দিন সময়। তার মধ্যে যাতায়াত করতেই দুটো দিন লাগবে। হোল নাইট জার্নি করতে হবে। আসার দিনও মধ্য রাতে পৌঁছব আমরা। ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধা। ওখানে যা যা অনুষ্ঠান আছে, সেসব সময়মতোই হবে। তবে আপনারা সাবধানে থাকবেন। শান্তিতে থাকবেন।” মুখ্যমন্ত্রী আরো বলেন, ”আমরা ৪-৫ দিনের জন্য থাকছি না। তবে এখানকার সঙ্গে সবসময়ে যোগাযোগ থাকবে। কারও কোনও অসুবিধা হলে আমরা দেখে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।”
আরও পড়ুনঃ Deocha Pachami: দেউচার বৈঠক ও অনুব্রতর অনুপস্থিতি, মুখ খুললেন কাজল
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে লন্ডনের হিথরো বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। তাতেই উড়ান ওঠানামা ব্যহত হয়। বাতিল হয় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিমানও। পিছিয়ে যায় তাঁর লন্ডন সফর। তবে হিথরোর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকায় শনিবারের রাতের বিমানে তিনি যাচ্ছেন লন্ডন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড-সহ লন্ডনের তিনটি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখনে তাঁর জীবনের ওঠা পড়ার গল্প বলবেন। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে উচ্ছ্বাসিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে তাঁর মন্তব্য, ”মমতা বন্দ্যোপাধ্যায় তো রবীন্দ্রনাথ ঠাকুরের মাটিরই কন্যা। এটা অত্যন্ত গর্বের যে তাঁকে লন্ডন আমন্ত্রণ জানিয়েছেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।” লন্ডন থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ ‘বাংলারই সাফল্য’ হিসেবেই বর্ণনা করেছেন রাজ্যপাল।
উজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/