নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ২৬ হাজার জনের চাকরি বাতিলের পর নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একযোগো বাম ও বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। ঠিক তার পরেই কাঁথিতে সাংবাদিকদের মুখোমুখী হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকেই পাল্টা মুখ্যমন্ত্রী ও তৃণমূল সরকারকে নিশানা করেছেন।
এই নিয়োগ দুর্নীতি ও সুপ্রিম কোর্টের রায় নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, “রাজ্য সরকার কোনো সহযোগিতা করেনি। সিবিআই যোগ্যদের তালিকা দিয়েছে। ৫ বছর ধরে রেকর্ড খুঁজছেন।” তার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কটাক্ষ করে বলেছেন, “ভাইপো সহ আপনাকে জেলে যেতে হবে।” এমনকি অভিষেকের নাম না করে শুভেন্দুর দাবি, “ভাইপোর অফিস থেকে সব নিয়োগ হয়েছে।”বিরোধী দলনেতা বলেছেন, “একটাই দাবি। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ । শুধু পদত্যাগ নয়, আমরা আশাবাদী, আজ যে ভাষায় প্রধান বিচারপতি বলেছেন, ইটস আ ক্রাইম, অর্গানাইজড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। দ্যাট মিনস গভর্নমেন্ট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায়…। আমরা আশাবাদী, এই ২৬ হাজার যুবক-যুবতী বিনা দোষে …কারো যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে আজ তাঁরা পথে বসলেন, তাঁদের পথে যিনি বসালেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ক্যাবিনেটের জেল চাই। গ্রেফতারি চাই।”
আরও পড়ুন: Supreme Court: সুদ সমেত সব টাকা ফেরত দিতে হবে চাকরিহারাদের
শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, “এটাই বাংলার আওয়াজ। বিজেপি যুব মোর্চার কর্মীরা বহু জায়গায় ইতিমধ্যে আন্দেোলন শুরু করেছেন। আগামীকালও রাজ্যজুড়ে সর্বত্র …জনগণের বিশেষ অসুবিধা না করে আন্দোলন হবে। আন্দোলনের তীব্রতা বাড়বে। যাঁদের চাকরি গেছে, তাঁদের সঙ্গে নাকি উনি ৭ তারিখে কথা বলবেন। কী কথা বলবেন ? আমি তাঁদের বলব, মমতা বন্দ্যোপাধ্যায় কী কথা আপনাদের বলবেন। তাঁর বলার কী আছে ? যা সর্বনাশ করার তিনি করেছেন।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, সুপ্রিম কোর্ট (Supreme Court) ২০১৬ সালের SSC-র পুরো প্যানেলই বাতিল করেছে । সর্বোচ্চ আদালত ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে । তার পর থেকেই আসরে নেমেছে সরকার বিরোধী দলগুলি। পাশাপাশি মুখ্যমন্ত্রীও করেছেন সাংবাদিক বৈঠক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr