SSC Hunger Strike Protest: চাকরিহারাদের অনশন মঞ্চে হেভিওয়েট বিজেপি নেতারা

কলকাতা শহর শিক্ষা

নিউজ পোল ব্যুরো: একাংশ চাকরিচ্যুত প্রার্থীদের আন্দোলন আরও তীব্র রূপ নিচ্ছে। বুধবার থেকে তারা এসএসসি দফতরের (SSC Office) সামনে ধর্না শুরু করেছিলেন, যা রাত পেরিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল (SSC Hunger Strike protest)। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে তাদের লাগাতার অনশন (hunger strike)। এই আন্দোলনকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিচ্যুত শিক্ষকেরা শিয়ালদহে জড়ো হচ্ছেন। সেখান থেকে একটি সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল (non-political rally) শুরু করার কথা জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। তাদের স্পষ্ট বার্তা—এই আন্দোলনে কোনও রাজনৈতিক দলের অংশগ্রহণ তারা চান না।

আরও পড়ুন:- SSC Protest: অনশনে বসতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা

এসএসসি আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন, “আমরা বারবার বলছি, যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা (merit list and disqualified list) প্রকাশ করুন। কিন্তু ওনারা কী করছেন, সেটা আমরা বুঝতে পারছি না। আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।” অনশন মঞ্চে এসে উপস্থিত হন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। চিত্তরঞ্জনবাবু প্রশ্ন তোলেন, বর্তমান শিক্ষা মন্ত্রীর ভূমিকা নিয়ে। তিনি স্পষ্ট করে বলেন, “ব্রাত্য বসুর নীরবতা প্রশ্নের উদ্রেক করছে। এই সংকটের (SSC Hunger Strike protest) সময়ে তার নেতৃত্বের ভূমিকা কোথায়?”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বৃহস্পতিবার আন্দোলনরত চাকরিচ্যুতদের সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী (Rupa Ganguly)। তিনি বলেন, “এই মুহূর্তে আমার রাজনৈতিক পরিচয় ভুলে যান। আমি এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। যাদের সঠিক সার্টিফিকেট রয়েছে, তারা যদি সেই নথি জমা দেন, তাহলে পরিস্থিতি অনেক পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পাঁচ দিন কেটে গেলেও সরকারের তরফে কোনও সদিচ্ছা দেখতে পাইনি। মুখ্যমন্ত্রী কেন আন্দোলন করছেন, এটা তো সরকারের সমাধানের বিষয়।” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীর উচিত ২৪ ঘণ্টা নবান্নে বসে এই সমস্যার সমাধান করা।” এই মুহূর্তে আন্দোলনকারীদের দাবি একটাই—যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করুক এসএসসি দফতর। অনশনকারীদের বক্তব্য অনুযায়ী, সরকার বারবার তাদের দাবিকে উপেক্ষা করছে। ফলে বাধ্য হয়েই তাঁরা এই কঠোর পদক্ষেপ (SSC Hunger Strike protest) নিচ্ছেন।