নিউজ পোল ব্যুরোঃ ২৬ হাজার জনের (SSC Recruitment Case) চাকরি বাতিল নিয়ে উত্তাল রাজ্য। আজ শুক্রবার বৈঠকের কথা বলা হয়েছিল। সেই মতই চাকরিহারাদের দাবি মেনে ১২ জনকে বিকাশ ভবনের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। দুপুর ৩টেয় বৈঠক হওয়ার কথা থাকলেও সেটা কিছুক্ষণ দেরিতে শুরু হয়েছে। বৈঠকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং রাজ্যের আইন শাখার আধিকারিকেরাও।

মুখ্যমন্ত্রীর পর শুক্রবার চাকরিহারাদের মুখোমুখি হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আন্দোলনকারীরা এই বৈঠকে নিজেদের দাবি সামনে রাখবেন। বৈঠকের লাইভ স্ট্রিমিং চলছে। বৈঠকে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায়। এই বৈঠকের দিকে তাকিয়ে চাকরিহারারা। বৈঠকে কোনও সমাধান সূত্র মিলবে সেই অপেক্ষাতে বিকাশ ভবনের বাইরে প্রহর গুনছেন আন্দোলনকারীরা। অন্যদিকে বিকাশ ভবনের বাইরেই ‘চাকরি ফেরাতেই হবে’, এই স্লোগান দিচ্ছে চাকরিহারারা।
আরও পড়ুনঃ Kasba Case: লাথি মেরেও কিভাবে তদন্ত করবেন SI রিটন দাস?
চাকরিহারা শিক্ষকদের দাবি…
ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে।
যোগ্য-অযোগ্য পৃথকীকরণ লিস্ট প্রকাশ করতে হবে।
২২ লক্ষ OMR প্রকাশ করতে হবে।
পুনরায় তাঁদের পুরনো পদ ফেরাতে হবে।
, “আর্টিকেল ১৪ আর ১৬ ভায়োলেট করা হয়েছে বলা হচ্ছে। সেটাকে জাস্টিফাই করে কী করে সুপ্রিম কোর্টে ন্যায়ের মাধ্যমে আমাদের নিজের নিজের পদে বহাল রাখা যায় সর্বতোভাবে সেই চেষ্টা শুধু নয়, চেষ্টা করে সুনিশ্চিত করতে হবে।” সূত্রের খবর চাকরিহারাদের সমস্যার কথা শুনেছেন শিক্ষামন্ত্রী। ২৬ হাজার জনের (SSC Recruitment Case) চাকরি বাতিল নিয়ে সমস্যার সমাধান কি মিটবে তাকিয়ে গোটা রাজ্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT