Nawsad Siddique: ভয়াবহ দুর্ঘটনার পর কেমন আছেন ভাঙড়ের বিধায়ক?

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। তার গাড়িকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাটি ঘটে হাওড়ার অঙ্কুরহাটি এলাকায়, জাতীয় সড়কের উপর। তবে বড়সড় দুর্ঘটনার মাঝেও অক্ষত অবস্থায় রক্ষা পান বিধায়ক। শুক্রবার রাত প্রায় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে বিধায়ক নওশাদ সিদ্দিকি কলকাতা থেকে কোলাঘাট (Kolaghat) যাচ্ছিলেন। সেই সময় তার গাড়িটি ডোমজুড় (Domjur) থানা এলাকার অঙ্কুরহাটি চেকপোস্টের (Ankurhati Checkpost) কাছে পৌঁছনোর পর হঠাৎ একটি লরি পাশ কাটাতে গিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। ধাক্কার ফলে গাড়িটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয় (Vehicle Damage)।

আরও পড়ুন:- Volvo Bus Service: সরকারি Volvo-তে রাজার হালে ভ্রমণ! ভাড়া জানেন?

ঘটনার সময় গাড়িতে বিধায়ক (Nawsad Siddique) ছাড়াও আরও কয়েকজন ছিলেন। গাড়ি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই সকলে আতঙ্কিত হয়ে পড়েন। চালক সামান্য জখম হন, তবে নওশাদ সিদ্দিকি এবং বাকি যাত্রীরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে খবর। (No Casualties) দুর্ঘটনার খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ এবং নিবরা ট্র্যাফিক গার্ডের (Nibra Traffic Guard) কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন। বিধায়ক এবং তার সঙ্গীদের নিরাপদে উদ্ধার করে অন্য একটি গাড়ির মাধ্যমে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখে পুলিশ দ্রুত সেই লরিটির সন্ধান পায়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে লরিটিকে আটক করা হয় এবং চালককে হেফাজতে নেওয়া হয় (Lorry Seized, Driver Detained)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কী পরিস্থিতিতে এই দুর্ঘটনাটি ঘটে, চালকের দোষ ছিল কিনা, না কি অন্য কোনো গাফিলতি—সবদিক খতিয়ে দেখা হচ্ছে। যদিও বিধায়ক (Nawsad Siddique) অক্ষত থাকায় রাজনৈতিক মহলে এবং তার অনুগামীদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। এই ঘটনাটি ফের জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা এবং রাতের ট্রাফিক পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।