Sundarban: বাংলাদেশ থেকে সুন্দরবনে অনুপ্রবেশ, গ্রেফতার ১২

অপরাধ আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: জল আর জঙ্গলে ঘেরা দুর্গম সুন্দরবন (Sundarban)। সেই পথেই অনুপ্রবেশের চেষ্টা। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল ১২ জন বাংলাদেশি। পুলিশ সূত্রে খবর, সুন্দরবনের একাংশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সবাই অবৈধভাবে (Illegal Entry) সীমান্ত অতিক্রম করেছিল। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কী উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল, তা জানার চেষ্টা করছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সুন্দরবনের (Sundarban) কোস্টাল থানার অন্তর্গত এক জঙ্গলঘেরা এলাকায় পুলিশ টহলদারি চালানোর সময় সন্দেহ হয়। বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় কয়েকজনকে। পুলিশের সন্দেহ বাড়তেই শুরু হয় জেরা। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য তারা কেউই ভারতের নাগরিক নয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, তারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। তাদের কাছে কোনও বৈধ ভারতীয় পরিচয়পত্র ছিল না। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তারা নদীপথে সুন্দরবনের জঙ্গল পেরিয়ে বাঘমারা দিয়ে ভারতে ঢুকে পড়েছিল।

আরও পড়ুন:Kolkata Metro: এই রুটে মেট্রো চালু হলে কমবে যানজট

সূত্রের খবর, ধৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আগে বহুবার দেখা গিয়েছে, পরিচয় লুকিয়ে ও নকল পরিচয়পত্র তৈরি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছে। তাদের কেউ কেউ অপরাধমূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত বলে উঠে এসেছে পুলিশের তদন্তে। ফলে, এই ঘটনাকেও হালকাভাবে নিচ্ছে না প্রশাসন। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি অশান্ত (Unrest in Bangladesh)। দীর্ঘদিন ধরেই সেখানে অভ্যন্তরীণ সমস্যা চলছে। সেই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকা দিয়ে বহু মানুষ অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছে। কয়েক মাসে বিএসএফ (BSF Patrol) ও রাজ্য পুলিশের হাতে একাধিক বাংলাদেশি ধরা পড়েছে।

সুন্দরবনের (Sundarban) একটি বড় অংশ এখনো কাঁটাতারবিহীন। নদী ও খাড়িপথের ব্যবহারে এই এলাকা দিয়ে অবৈধ প্রবেশ রোধ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদিও সীমান্তে নজরদারি অনেকটাই কড়া করা হয়েছে, তবুও এধরনের ঘটনা থামছে না। এখন এই ১২ জনকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। তদন্তে সাহায্য করছে গোয়েন্দা সংস্থাও। এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে সুন্দরবনের সীমান্ত সুরক্ষা নিয়ে। কড়া নজরদারি সত্ত্বেও কীভাবে এভাবে এতজন বাংলাদেশি অনুপ্রবেশ করতে পারল, তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। বর্তমানে ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ। পাশাপাশি, সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নজরদারি আরও কড়া করার পরিকল্পনা রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার।

নিউজ পোল বাংলার ইউটিউব পেজের লিঙ্ক:https://youtube.com/live/TVayNHnh684?feature=share