নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার (Thursday) সকালে নিউটাউনের ইকোপার্কে (Newtown Ecopark) প্রাতঃভ্রমণে গিয়ে রাজ্য রাজনীতির সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh in Newtown)। মুর্শিদাবাদে (Murshidabad Issue) সম্প্রতি হিংসাত্মক ঘটনার জেরে নিহত এক হিন্দু তরুণীর পরিবারের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দেওয়া দশ লক্ষ টাকার অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সামনে এনে তিনি বলেন, “সারা হিন্দু সমাজ আজ নিরাপত্তাহীন। একের পর এক প্রাণ ঝরছে, আর সরকার তার দায় মেটাতে টাকা ছুড়ে দিচ্ছে।”
আরও পড়ুন: Supreme Court: সিবিআইকে ভর্ৎসনা আদালতের
তিনি প্রশ্ন তোলেন, “কেন একজন ডাক্তার কন্যার মূল্য দশ লক্ষ টাকা? যার পড়াশোনাতেই খরচ হয়েছে পঞ্চাশ লক্ষেরও বেশি?” তাঁর দাবি, “এভাবে টাকা দিয়ে সরকারের ব্যর্থতা চাপা দেওয়া যায় না। যাঁরা আক্রান্ত, তাঁরা আজ বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন—এর দায় কে নেবে?”
দিলীপ ঘোষ (Dilip Ghosh in Newtown) সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে ‘জিহাদি তোষণ’-এর অভিযোগ আনেন। বলেন, “যারা অশান্তি ছড়িয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সম্প্রীতির কথা বলছেন। নিন্দা প্রস্তাব তো দূরের কথা, তাঁদের কার্যকলাপকে তিনি প্রশংসা করেছেন।”
তিনি রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, “পুলিশ কি কিছু জানে না? নাকি ইচ্ছা করেই খবর রাখা হচ্ছে না?” পাশাপাশি তিনি যোগী আদিত্যনাথের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় বলেন, “যোগী হলেন ত্যাগী ও সফল মুখ্যমন্ত্রী। ওনার সঙ্গে তুলনা চলে না। যিনি ধর্ম ও সংস্কৃতি নিয়ে কটূক্তি করেন, তার মুখে নীতিকথা মানায় না।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এছাড়াও, বিএসএফ (BSF) নিয়ে মমতার (Mamata Banerjee) মন্তব্যের তীব্র বিরোধিতা করে দিলীপ ঘোষ (Dilip Ghosh in Newtown) বলেন, “বিএসএফ-এর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে উনি বাহিনীর মনোবল ভেঙে দিচ্ছেন। উনি নিজেই জানেন না কোন তথ্য সত্য, তবু অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।”
সর্বশেষে, রাজ্য সরকারের গঠিত সিট এবং সুপ্রিম কোর্টে (Supreme Court) চলা মামলাকে ঘিরে তিনি বলেন, “একদিকে আন্দোলন, অন্যদিকে আদালতে পিটিশন—এই দ্বিচারিতা জনগণের চোখে স্পষ্ট। রাজ্য সরকার শুধু লোকদেখানো তদন্ত করে জনগণের ক্ষোভ চাপা দিতে চাইছে।”