Florida State University: ছাত্রের গুলিতে কাঁপল ক্যাম্পাস, জারি লকডাউন

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ফ্লোরিডায় (Florida) ফের বন্দুকবাজের তাণ্ডব। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (Florida State University) ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল ২০ বছরের পড়ুয়া। হামলায় মৃত্যু হল ২ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৫ জন। অভিযুক্ত হামলাকারী বছর কুড়ির এক ছাত্র। যিনি নিজেই ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। হঠাৎ করেই বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে, বিশ্ববিদ্যালয়ের (Florida State University) ছাত্র ইউনিয়নের কাছাকাছি এলাকায় এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকেন ছাত্রছাত্রীরা। অনেকেই আশপাশের ভবনে লুকিয়ে পড়ে আত্মরক্ষা করেন।

আরও পড়ুন: BJP President : এপ্রিল মাসের শেষেই হতে পারে বিজেপি সভাপতি নির্বাচন, দৌড়ে এগিয়ে কে?

পুলিশ সূত্রে খবর, হামলাকারীর নাম ফিনিক্স ইকনার। তিনি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির (Florida State University) ছাত্র এবং লিওন কাউন্টি শেরিফ দফতরের এক ডেপুটি শেরিফের পুত্র। ফিনিক্স তাঁর মায়ের নামেই নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এই ভয়ঙ্কর হামলা চালান। ঘটনাস্থল থেকেই সেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। পাশাপাশি, তাঁর কাছ থেকে একটি শটগানও পাওয়া গিয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইকনারকে গুলি করে। ফলে গুরুতর আহত হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই হামলাকারী।

এই ঘটনাটি আমেরিকায় (America) ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার আরেকটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। ঠিক কী কারণে ফিনিক্স এমন এক ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের সন্দেহ এর পেছনে হয়তো কোনো প্রকার মানসিক চাপ, সামাজিক অবসাদ বা পূর্ববর্তী কোনো বিরোধ থাকতে পারে। তদন্ত চলছে বিভিন্ন দিক থেকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ঘটনার পর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং সংলগ্ন এলাকাজুড়ে জারি করা হয়েছে লকডাউন (Lockdown)। ফ্লোরিডা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump) এই ঘটনার নিন্দা করেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই অস্ত্র আইন সংস্কারের কোনো পরিকল্পনা নেই।

এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে আমেরিকার (America) উদার অস্ত্র আইন। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোটা দেশজুড়ে।