Rain Forecast: বাংলা সহ ১৮ রাজ্যে দুর্যোগের আশঙ্কা

আবহাওয়া রাজ্য

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার বিকেল থেকে ঝড় বৃষ্টিতে (Rain Forecast) ভিজেছে জেলা থেকে কলকাতা(Kolkata)। ব্যাপক বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। এতেই কিছুটা এসেছে স্বস্তি। তাপমাত্রার পারদ নেমেছে বেশ অনেকটাই। হওয়া অফিস জানিয়েছে গোটা সপ্তাহেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আইএমডি (IMD) জানিয়েছে দেশের ১৮ রাজ্যে রয়েছে বড় দুর্যোগের আশঙ্কা।

আরও পড়ুন: Dilip Ghosh: মমতার রাজ্যে সংবিধান নেই: দিলীপ ঘোষ

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টি সহ শিলা বৃষ্টিও হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। সেই সঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিনের তাপমাত্রায় সেইভাবে হেরফের হবে না। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডির পূর্বাভাস অনুযায়ী উত্তর-পশ্চিম রাজস্থান, বিহার ও অসমের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে আগামী বেশ কয়েকদিন ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর ওড়িশায় বৃষ্টির সঙ্গে (Rain Forecast) বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি থেকে ৭০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

কলকাতায় শুক্রবার, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫.২ ডিগ্রি কম। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার, শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫২ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৯৬ শতাংশ পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।