CV Anand Bose: হাসপাতালে রাজ্যপাল! দেখতে গেলেন মুখ্যমন্ত্রী!

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। হৃদযন্ত্রে অসুবিধা দেখা দেওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে আলিপুর কমান্ড হাসপাতালে (Alipur Comand Hospital)। এই খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবার (Monday) সকালে শালবনিতে (Shalboni) জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যাওয়ার আগে হাসপাতালে গিয়ে রাজ্যপালের (CV Anand Bose) শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এরপর ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে শালবনির (Shalboni) উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “রাজ্যপালের (CV Anand Bose) শারীরিক অবস্থা ভালো নয়। তাই তাঁকে দেখতে গিয়েছিলাম। একটু দেরি হয়ে গেল। সোমবার শালবনিতে (Shalboni) বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস রয়েছে। মঙ্গলবার (Tuesday) মেদিনীপুর সফর রয়েছে। তারপর আবার কলকাতায় ফিরব। আপনারা সকলে সুস্থ ও ভালো থাকুন।”

সূত্রের খবর, ৭৪ বছর বয়সি রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সোমবার সকালে। আলিপুরের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় হৃদযন্ত্রে সমস্যা নিয়ে। জানা গেছে, তাঁর হার্টে একাধিক ব্লকেজ ধরা পড়েছে, এমনকি বাইপাস সার্জারিরও প্রয়োজন হতে পারে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অন্য হাসপাতালে স্থানান্তর করা হোক।

এই খবর পৌঁছাতেই শালবনির (Shalboni) কর্মসূচির আগে সকালেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। রাজ্যপালের শারীরিক অবস্থা দেখে বেরিয়ে, দুপুর সাড়ে বারোটার সময় তিনি চপারে চেপে রওনা দেন পশ্চিম মেদিনীপুরের শালবনির দিকে।

শালবনিতে এদিন একটি বড় মাপের শিল্পঘটনার সূচনা হতে চলেছে। জিন্দল গোষ্ঠীর ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সৌরভ নিজেও শালবনিতে একটি স্টিল কারখানা গড়ে তুলছেন, তবে আজকের অনুষ্ঠানে তিনি এসেছেন শিল্পপতি সজ্জন জিন্দালের আমন্ত্রণে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এদিকে রাজ্যপাল গত সপ্তাহেই মুর্শিদাবাদ ও মালদহ সফর করে এসেছেন। ওয়াকফ নিয়ে অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠা এলাকাগুলির বাসিন্দাদের সঙ্গে কথা বলে, তাঁদের আশ্বস্ত করে শনিবার রাতে কলকাতায় ফিরেছিলেন। আর সোমবারই শারীরিক অসুস্থতা দেখা দেয়।

রাজ্যপালের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “রাজ্যপালকে দ্রুত সুস্থ হয়ে আবার সক্রিয় ভূমিকায় দেখতে চাই।”