নিউজ পোল ব্যুরো: চাকরিহারাদের দেওয়া ডেটলাইন পেরিয়ে গিয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলেন চাকরিহারারা। তবে সময় পেরিয়ে গেলেও এখনও স্কুল সার্ভিস কমিশন (SSC) প্রকাশ করেনি সেই তালিকা। সূত্রে খবর মাত্র তিনটি কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হবে। এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। ‘যোগ্যদের সম্পূর্ণ তালিকা চাই আজই’, দাবি চাকরিহারাদের। চাকরি বাতিলের (SSC Recruitment Case) ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি।
তালিকা প্রকাশ নিয়ে এসএসসি (SSC) ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেশকিছু জন ভবনের ভিতরে প্রবেশ করতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সম্পূর্ণ তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। পরিস্থিতি সামাল দিতে নিয়ে আসা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, কাউন্সেলিংয়ে রাজি নন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকেরা । তাদের দাবি দ্রুত তালিকা প্রকাশ করা হোক। কেন তালিকা প্রকাশ করছে না এসএসসি তা নিয়েও যত সময় যাচ্ছে ততই বাড়ছে বিক্ষোভ। ‘এসএসসির চেয়ারম্যানের সিদ্ধার্থ মজুমদারকে চেয়ার থেকে নামনো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। সারা রাত তাঁদের আটকে রাখা হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। বলছেন আর ‘ললিপপ হাতে ফিরব না’। চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুনঃ JD Vance : দিল্লিতে ভারতীয় পোশাকে নজর কাড়ল মার্কিন ভাইস প্রেসিডেন্টের তিন সন্তান
এই প্রসঙ্গে উল্লেখ্য, রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক শীর্ষ আদালতের এক রায়ে চাকরি হারান (SSC Recruitment Case) । শীর্ষ আদালত জানায় ২০১৬ সালের এসএসসি (SSC) প্যানেলে ব্যপক দুর্নীতি হয়েছে তাই যোগ্য-অযোগ্য বাছাই করা অসম্ভব। তারপর চাকরিহারাদের স্বঙ্গে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী। শুধু মুখ্যমন্ত্রী নন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে কমিশনার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এসএসসি দপ্তরে আলোচনায় বসেন তাঁরা। সেই সময়েই ২১ এপ্রিল যোগ্য-অযোগ্যর পৃথক তালিকা নিয়ে আশ্বাস দেওয়া হয়। সন্ধে ছ’টার মধ্যে এই তালিকা আপলোড করা হবে বলে জানা গিয়েছিল SSC সূত্রে। তবে সেই সময় পার হলেও তালিকা প্রকাশ না হওয়াতে বাড়ছে ক্ষোভ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT