নিউজ পোল ব্যুরো: অ্যাপেলের (Apple) ভারত-বিস্তারের পরিকল্পনায় বড়সড় ধাক্কা! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সরাসরি জানিয়ে দিয়েছেন, তার পছন্দ নয় ভারতে অ্যাপেলের পণ্য উৎপাদন। এই মন্তব্য উঠে এসেছে কাতারের রাজধানী দোহায় অ্যাপেল (Apple) সিইও টিম কুকের (Tim Cook) সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকে। সূত্রের খবর, সেখানে ট্রাম্প সোজাসুজি বলেন, “তুমি আমার বন্ধু, সাহায্য করতে চাই। কিন্তু শুনছি তুমি ভারতজুড়ে পণ্য তৈরি করতে চাইছো—এই পরিকল্পনায় আমি খুশি নই।”
আরও পড়ুন: Lakshadweep: লাক্ষাদ্বীপে পর্যটনের নতুন দিগন্ত: ‘কোরাল পার্ল’ এখন ভারতীয় আতিথেয়তার মুকুটমণি
গত কয়েক বছরে ভারতে অ্যাপেলের (Apple) জনপ্রিয়তা ক্রমাগত বেড়েছে। ২০২৩ সালে দেশজুড়ে অ্যাপেল পণ্যের চাহিদা দ্বিগুণ হয়ে গিয়েছে। সেই কারণেই সংস্থার পক্ষ থেকে ভারতের বাজারে আরও গভীরভাবে প্রবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। লক্ষ্য ছিল—আগামী তিন বছরে প্রায় ৫ লক্ষ ভারতীয়কে নিয়োগ ও ৩ লক্ষ কোটি টাকার উৎপাদন। ভারতের মধ্যবিত্ত শ্রেণির মধ্যে অ্যাপেলের প্রতি আকর্ষণকে কাজে লাগাতে চেয়েছিল সংস্থাটি।
কিন্তু ট্রাম্পের (Donald Trump) আপত্তি নতুন করে প্রশ্ন তুলেছে—এই পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হবে তো? তাঁর যুক্তি, ভারতে শুল্কের হার অত্যন্ত বেশি, ফলে মার্কিন পণ্য বিক্রি করা কঠিন। একইসঙ্গে ট্রাম্পের (Donald Trump). বক্তব্য, ভারতকে এমন বাণিজ্যনীতি নিতে হবে যাতে আমেরিকান পণ্যের উপর কোনও শুল্ক না থাকে। তবুও, তিনি চান না অ্যাপেল ভারতে উৎপাদন করুক। তাঁর মতে, চিনে উৎপাদন করায় আপত্তি নেই, কিন্তু ভারত নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
বিশেষজ্ঞদের মতে, এটি শুধুই বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বিষয় নয়, এর পেছনে রয়েছে রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ছায়া। অ্যাপেল আপাতত সরকারি স্তরে কোনো মন্তব্য না করলেও, ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেয় তারা, সেদিকেই তাকিয়ে গোটা প্রযুক্তি দুনিয়া।