নিউজপোল ব্যুরো: প্রযুক্তি আজ মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে যে প্রযুক্তির সাহায্যে মানুষ যা খুশি তাই করতে পারে। প্রযুক্তিকেও মানুষ সকাল থেকে রাত পর্যন্ত নানা ভাবে ব্যবহার করছে। তবে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে প্রযুক্তির মাধ্যমেই মানুষ আরও বেশি খারাপ ও অশ্লীলতার দিকে এগোচ্ছে।
যার ফলে যত দিন যাচ্ছে ততই যেনো বেড়ে চলেছে সাইবার ক্রাইম। সেই ক্রাইম আটকাতে একদিকে প্রযুক্তিবিদরা অন্যদিকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারই প্রতিনিয়ত বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু কোনওভাবেই এই সাইবার ক্রাইমকে আটকাতে সমর্থ হয়নি কেউই। তাই বিশেষজ্ঞদের মতে সাইবার ক্রাইম আটকাতে শুরু থেকেই বাড়াতে হবে সচেতনতা। বিদ্যালয় পড়ুয়াদের মধ্যে বাড়াতে হবে সচেতনতা। যে কারণেই স্কুল পড়ুয়াদের পাঠ্য বিষয়ে এবারে চলে এলো সাইবার ক্রাইম। এরইমধ্যে নতুন বই দেওয়ার প্রক্রিয়া স্কুল স্কুলে শুরু করেছে রাজ্য।
স্কুল সিলেবাসে এবার পকসো আইন। চলতি শিক্ষাবর্ষ থেকেই পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হল পকসো আইন। কোন অপরাধে কী শাস্তির কথা বলা আছে? তা উল্লেখ করা হল পাঠ্যবইয়ে। কবিতার মাধ্যমে উল্লেখ করা হল পকসো আইনের বিভিন্ন অংশ। অষ্টম শ্রেণির পাঠক্রমে চলতি শিক্ষাবর্ষ থেকেই তা অন্তর্ভুক্ত করা হল। পকসো আইনের পাশাপাশি চলতি শিক্ষাবর্ষ থেকেই গুড টাচ ব্যাড টাচ আরও বড় ভাবে সিলেবাসে নিয়ে আসা হল। শুধু পকসো নয়, স্কুলের পাঠ্যবইতে এবার আসতে চলেছে আত্মসচেতনতার পাঠ। সেইসঙ্গে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতাও স্থান পেল স্কুলের পাঠ্য বইতে। ঠিক কী কী বিষয় পড়ুয়াদের পড়তে হবে? সূত্রের খবর অনুযায়ী, সাইবার অপরাধ কী এবং এই অপরাধ করলে কী শাস্তি তার বিস্তারিত উল্লেখ থাকবে পাঠ্যবইতে।
ভুয়ো থেকে অশ্লীল কন্টেট, একাধিক বিষয়ে প্রতিদিন বিভিন্ন অপরাধের শিকার হচ্ছেন মানুষ। স্কুলের পাঠ্যবইতে এবার আসতে চলেছে আত্মসচেতনতার পাঠ। সেইসঙ্গে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতাও স্থান পেল স্কুলের পাঠ্যবইতে। অর্থাৎ এবার থেকে নিয়মিত পাঠ্য বইয়ের বাইরে শিক্ষা দেওয়া হবে এই বিষয়টিতে।
সূত্রের খবর অনুযায়ী, সাইবার অপরাধ কী এবং এই অপরাধ করলে কী শাস্তি তার বিস্তারিত উল্লেখ থাকবে পাঠ্যবইতে। অশ্লীল কনটেন্ট পাঠালে কী শাস্তি হতে পারে সে কথাও উল্লেখ করা হবে। এ ছাড়াও কীভাবে সতর্ক থাকতে হবে সে বিষয়েও জানতে হবে পড়ুয়াদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কীভাবে ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয় সে বিষয়েও সতর্ক করা হবে ছাত্রছাত্রীদের।