Durgapur: টোল বন্ধ রাখার নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের

অপরাধ আইন কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- রাজ্যকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্গাপুরে (Durgapur) নিয়ম ভেঙে টোল আদায় দুর্গাপুর পুর-নিগমের। দুর্গাপুর পুর-নিগম এলাকায় টোল বন্ধ রাখার নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

বিচারপতি কৌশিক চন্দের নির্দেশ: দুর্গাপুর (Durgapur) পুরসভা এলাকায় কোন গাড়ি থেকে টোল আদায় করা যাবেনা। দুর্গাপুর পুরো নিগমের ক্ষমতা নেই একক সিদ্ধান্তে টোল আদায় করার। রাজ্যের অনুমোদন ছাড়া কোনও পুরসভা ২০০৬ পুর আইনের ১৫৪ নং ধারা মেনে টোল আদায় করতে পারেনা।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

রাজ্যের আইনজীবী ললিত মাহাতো জানাচ্ছেন, দুর্গাপুর পুর-নিগম টোল আদায়ের জন্য কোনও অনুমোদন নেয়নি রাজ্যের থেকে। রাজ্য টোল আদায়ে পুর-নিগমকে অনুমতি না দেওয়া পর্যন্ত কোনও টোল আদায় নয়।
দুর্গাপুর small industries association এবং দুর্গাপুর পুর-নিগমের বক্তব্য শুনে দুর্গাপুরে টোল আদায় নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য। টোল আদায় নিয়ে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত জানাবে রাজ্য।

https://www.youtube.com/@newspolebangla

রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের বিনা অনুমতিতে দুর্গাপুর নগর নিগম টোল আদায় করছে বলে মামলা হয়। সম্প্রতি কলকাতা হাই কোর্টের বিচারপতি একটি বিজ্ঞপ্তিতে দুর্গাপুর নগর নিগমের অধীনস্ত যতগুলি টোল আছে, সবকটি বন্ধ করার নির্দেশ দেন। তারপরই বুধবার সকাল থেকে সব টোল বন্ধ করল দুর্গাপুর নগর নিগম।

দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলী শুধু অপদার্থই নয়, দুর্নীতিগ্রস্ত বলেও কটাক্ষ করে বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের অনুমতি ছাড়াই টোল আদায় চলছে।