Train Accident: জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা

দেশ

নিউজ পোল ব্যুরো: কার জীবনে কোন বিপদ অপেক্ষা করছে সেকথা কেউই বলতে পারে না। আগুন থেকে প্রাণ বাঁচাতেই ঝাঁপ দিয়েছিল ট্রেন (Train Accident) থেকে। কিন্তু মৃত্যু যে অপেক্ষা করছিল, তা কেউ কল্পনাও করতে পারেননি। ট্রেনে আগুন লেগেছে গুজব ছড়াতেই চেন টেনে ট্রেন থামান যাত্রীরা। একের পর এক যাত্রী ঝাঁপ দিয়েছিলেন ট্রেন থেকে। তখনই উল্টো দিক থেকে আসা ট্রেন পিষে দিল পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের। এখনও অবধি ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ট্রেনযাত্রীর দাবি, ট্রেনে এই গুজব চা ওয়ালাই ছড়ান।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

বুধবার বিকেলে মহারাষ্ট্রের জলগাঁওয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি (Train Accident) ঘটেছে। একটা গুজবেই পুষ্পক এক্সপ্রেসের যাত্রীরা ট্রেনের চেন ধরে টানে। ট্রেন দাঁড়িয়ে পড়তেই যাত্রীরা রেললাইনে নেমে পড়েন। রাতের অন্ধকারে কেউ দেখতে পাননি অন্য লাইনে আরেকটি এক্সরেস ট্রেন আসছে। পাশের লাইনে আসা কর্ণাটক এক্সপ্রেস এসে ধাক্কা মেরে দেয় যাত্রীদের। মৃতের সংখ্যা আপাতত ১৩। এই সংখ্যা আরও বাড়তে পারে। সাত জনের দেহ শনাক্ত করা হয়েছে। বাকিদের দেহ এখনও শনাক্ত করা যায়নি। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

রেল কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া যারা সামান্য আহত হয়েছেন তাঁদের ৫ হাজার টাকা করে দেওয়া হবে। একজন প্রত্যক্ষদর্শী জানান, এক চাওয়ালা গুজব ছড়াতে শুরু করেন এবং বলেন ট্রেনে আগুন লেগেছে। তিনি নিজেই ট্রেনের এমার্জেন্সি চেইন টানেন। ট্রেনের গতি কমে এলেই অনেকেই জীবন বাঁচাতে বগি থেকে লাফিয়ে পড়ে।

https://www.youtube.com/@newspolebangla

ইতিমধ্যেই নিহতদের পরিবারকে দেড় লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রেলমন্ত্রক। যাঁদের আঘাত গুরুতর, রেলের তরফে তাঁদের সকলকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। ছোটখাটো আঘাত যাঁদের, তাঁরা মাথা পিছু পাবেন ৫ হাজার টাকা। মহারাষ্ট্র সরকারও ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা জানিয়েছে। আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।