নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় ফের হাড়হিম কান্ড। ভাড়া নেওয়ার পরদিনই তরুণীর নলি কাটা দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের অভিজাত আবাসন ডায়মন্ড পার্কে। খবর পেয়েই ঘটনাস্থলে যান হরিদেবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়েছেন ডিসি সাউথ ওয়েস্ট ও ফরেনসিক কর্তারা।
সূত্রের খবর, বুধবার ঠাকুরপুকুরের আবাসনে আসেন ওই মহিলা। বয়স আনুমানিক ৩৫ বছর। মহিলা বাড়িতে একাই থাকতেন। যেহেতু এলাকায় নতুন তাই তাঁর পরিচয় জানে না প্রতিবেশীরা। এলাকায় এমন ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয়রা। তাঁদেরও অনুমান মহিলাকে খুন করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে মহিলার গায়ে একাধিক অস্ত্রের কোপ রয়েছে। কিন্তু একদিনের মধ্যে এমন কি ঘটল? ঘটনার নেপথ্যে কারা? কার মারফত তিনি এই বাড়িতে এসেছেন তার তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন ডেপুটি কমিশনার পদস্থ অফিসার। নমুনা সংগ্রহের কাজ চলছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।