নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউটাউনের সাপুরজি ব্রিজের কাছে শুক্রবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। মৃত তরুণীর নাম ম্যাকনালী দাস। নদিয়ার বাসিন্দা এই তরুণী সাপুরজি আবাসনে থাকতেন।
সূত্রের খবর, বাইকে তিনজন সাপুরজি ব্রিজ থেকে নেমে আবাসনের দিকে যাচ্ছিলেন। বাইকটিতে চালক ছাড়াও পিছনের সিটে একজন পুরুষ ও একজন মহিলা ছিলেন। ব্রিজ থেকে কিছুটা এগোতেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার ফলে তিনজনই বাইক থেকে ছিটকে পড়েন। পিছনের সিটে থাকা তরুণী মাথায় গভীর আঘাত পান। চালক এবং অপর আরোহী সামান্য আঘাত পান।
খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা ম্যাকনালী দাসকে মৃত বলে জানান। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এটি কুয়াশার কারণে নাকি বেপরোয়া গতির ফল, তা জানতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। তদন্ত চালিয়ে যাচ্ছে টেকনোসিটি থানার পুলিশ।