CBI: সর্বোচ্চ সাজার আবেদন নিয়ে হাইকোর্টে সিবিআই

অপরাধ আইন কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- আরজি কর কান্ডে অভিযুক্ত সঞ্জয় রাই এর সর্বোচ্চ সাজার আবেদন নিয়ে এবার কলকাতা হাইকোর্টে আবেদন করল সিবিআই (CBI)। তদন্তকারী সংস্থা সিবিআই এর দাবি সর্বোচ্চ সাজার। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদীর ডিভিশন বেঞ্চে আবেদন করল সিবিআই। রাজ্যের আবেদনের পর সিবিআই (CBI) এর এই আবেদন।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

সঞ্জয়ের ফাঁসির দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। শুক্রবার এই বিষয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। সোমবার রাজ্যের তরফে করা মামলার সঙ্গেই যুক্ত করে দেওয়া হল সিবিআইয়ের এই মামলাটিকেও। সোমবার ২৭ জানুয়ারী এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এ বার একই আর্জি নিয়ে উচ্চ আদালতের দরজায় কড়া নাড়ল সিবিআই। 

উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির সাজা হওয়া উচিত, এই দাবিতে একমত হয়েছে সিবিআই এবং রাজ্য সরকার। দু’পক্ষই শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এই ঘটনাকে বিরল থেকে বিরলতম বলে দাবি করেছে। এর আগে আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছিল রাজ্য। এ বার একই পথে হাঁটল সিবিআই-ও। 

https://www.youtube.com/@newspolebangla

প্রসঙ্গত, গত সোমবার শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস জানান, এই ঘটনা বিরল থেকে বিরলতম নয়। সেই রায়কেই এ বার চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিবিআইয়ের।