নিউজ পোল ব্যুরো: করোনার (Corona) নতুন ভ্যারিয়েন্টের পর এবার ফের আতঙ্ক ছড়াচ্ছে বিরল স্নায়ুর রোগ। এরইমধ্যে বিরল এই স্নায়ুর রোগে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ। গতকাল রবিবার করোনার (Corona) নতুন ভ্যারিয়েন্ট রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। এরপরেই ফের এই রোগকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে আরও বেশি। বিরল এই স্নায়ু রোগের নাম গুলেন বারি।
Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!
কলকাতাতেও গুলেন বারি সিন্ড্রোমে আক্রান্ত শিশুদের সন্ধান পাওয়া গেছে। শহরের পার্ক সার্কাস এলাকার একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুই শিশু। তাদের মধ্যে একজন ৮ বছর এবং অন্যজন ৯ বছর। প্রায় দু সপ্তাহ ধরে তারা ভেন্টিলেশনে রয়েছে। এর মধ্যে একজন শিশুকে তিন সপ্তাহ আগে এবং অপরজনকে দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়।
গুলেন বারি সিন্ড্রোম, যা একটি বিরল স্নায়ুরোগ, বর্তমানে দেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রথমবার এই রোগের প্রকোপ মহারাষ্ট্রের পুনেতে দেখা যায়। প্রথম আক্রান্ত ব্যক্তি ছিলেন একটি চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, যিনি প্রথমে ডায়রিয়ায় আক্রান্ত হন এবং পরে শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয়। গুলেন বারি সিন্ড্রোমের প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে হাত-পা দুর্বল হয়ে যাওয়া, ডায়রিয়া, পেটে ব্যথা, এবং শ্বাসকষ্টের সমস্যা। শারীরিক অবস্থা গুরুতর হলে খাবার গিলতে বা কথা বলতে অসুবিধা হয়।
বর্তমানে মহারাষ্ট্রে অন্তত একশো জনের বেশি আক্রান্ত হয়েছেন এই রোগে। তাঁদের মধ্যে ৬৮ জন পুরুষ ও ৩৩ জন মহিলা। সূত্রের খবর, এরইমধ্যে আক্রান্তদের ১৬ জনকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। এভাবেই মহারাষ্ট্রে আতঙ্ক ছড়াচ্ছে বিরল এই স্নায়ুর রোগ গুলেন বারি। রোগ সংক্রমণ এড়াতে পরিস্থিতির দিকে কড়া নজরদারি চালাচ্ছে পুণে প্রশাসন বলে সূত্রের খবর। মৃত ওই ব্যক্তি আদতে সোলাপুরের বাসিন্দা। কিন্তু পুণেতে এসেই তিনি গুলেন বারিতে আক্রান্ত হন। অবশেষে সেখানেই মৃত্যু হয় তাঁর। পুণে ও পিম্পরি-চিনচড়-পাশাপাশি অবস্থিত এই দুই কর্পোরেশন এলাকাতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই এলাকা থেকে প্রায় ৯৫ জন আক্রান্ত হয়েছেন এই বিরল রোগে।