Murder: প্রকাশ্য রাস্তায় তাড়া করে গুলি! খুন টিএমসি কর্মীকে

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা জেলা: ঠিক যেন সিনেমার শুটিং! প্রকাশ্য রাস্তায় তাড়া করে খুন (Murder) । চলল চার রাউন্ড গুলি। টিএমসি কর্মীকে থেতলে খুন (Murder) করা হলো নৈহাটিতে। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটিতে তৃণমূলকর্মী সন্তোষ যাদবের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। নৈহাটির পানিট্যাঙ্কিতে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে চলে গুলি ! এরপরই আক্রান্ত হন ওই তৃণমূলকর্মী। ঘটনার পরপরই মৃত্যু হয় তাঁর মৃত্যু হয়, বলে দাবি স্থানীয় নেতৃত্বের।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম সন্তোষ যাদব। বয়স ৩৫ বছর। শুক্রবার বিকেলে নৈহাটির গৌরীপুর এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জনা কয়েক দুষ্কৃতী। গুলিবিদ্ধ সন্তোষকে উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে। এর মধ্যে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তিনি এই ঘটনার সঙ্গে সরাসরি প্রাক্তন সাংসদ অর্জুন-যোগের অভিযোগ করেন।সাংসদ এ-ও জানান, থারুয়া রাজেশ নামে অর্জুনের ‘ঘনিষ্ঠ’ এক ব্যক্তি বাইকে করে এসে সন্তোষকে গুলি করে পালিয়েছেন। পুলিশ তাঁর খোঁজ করছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

নৈহাটির বিধায়ক সনৎ দে বলেন, ‘সন্তোষ আমার দলের কর্মী। শেষ নির্বাচনে দলের হয়ে প্রচুর খেটেছিল। গৌরীপুরে বিজেপির ভোট টেনে নেওয়ার কারিগর এই সন্তোষ। অর্জুন সিং সেই আক্রোশে এই ঘটনা ঘটিয়েছে। ২০২৪ সালেও এখানে আমাদের ফলাফল ভালো হয়েছিল। তার নেপথ্যে ছিল সন্তোষ।’ বিধায়ক দাবি করেছেন, পানিট্যাঙ্কির কাছেও সন্তোষকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুলি কানের পাশ ঘেঁষে বেরিয়ে যায়। থানায় অভিযোগ জানাতে টোটো করে যাচ্ছিলেন সন্তোষ। জোড়াবাড়ির সামনে মোটর সাইকেল করে কয়েকজন দুষ্কৃতী এসে দাঁড় করায়। মাথায় ইট ছুড়ে মারে। নাকের সোজাসুজি গুলি চালানো হয়। মৃত্যু নিশ্চিত করতে ফের ইট মেরে কপাল থেঁতলে দেওয়া হয়।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

গোটা এলাকা এখনও থমথমে। লোকসভা ভোটের সময় এলাকায় একটি বিজেপি পার্টি অফিস খুলেছিলেন অর্জুন সিং। সেই সি ভবনে ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বিজেপি নেতা অর্জুন সিং বলেন, ‘মানুষকে বিভ্রান্ত করে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তৃণমূল।’ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলে দাবি প্রাক্তন বিজেপি সাংসদের।