Penalty: রাস্তায় থুতু ফেললেই হাজার টাকা

breakingnews কলকাতা জেলা রাজনীতি শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- রাস্তাঘাট ও জনবহুল স্থানে যত্রতত্র থুতু, পান ও গুটখার পিক ফেলে নোংরা করার প্রবণতা আটকাতে আরও কঠোর (Penalty) হচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর নির্দেশ দিয়েছেন।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

পথঘাটে থুতু বা পানের পিক ফেলা নিয়ে বর্তমান আইন আরও কঠোর (Penalty) করতে তিনি নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। বর্তমানে আইনে প্রথমবার প্রকাশ্যে থুতু বা গুটখার পিক ফেললে ১ হাজার টাকা জরিমানার সংস্থান রয়েছে। দ্বিতীয়বার ধরা পড়লে জরিমানার পরিমাণ ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এই সমস্যা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন আনা যায় কিনা, জরিমানার অঙ্ক বাড়ানো সম্ভব কিনা, তা পর্যালোচনা করতে হবে। সেইসঙ্গে, মুখ্যসচিবকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে তিনি নির্দেশ দেন।

আরও পড়ুন: Sports: আলোহীন মাঠে থমকে গেল খেলা !

অধিকাংশ মানুষই রাস্তাঘাট এমন কি ঘরের ভেতর কিংবা আঙিনায় যেখানে সেখানে থুথু ফেলে পরিবেশ নষ্ট করে। কেউ কেউ পান খেয়ে তার পিক ফেলেন নিজের ইচ্ছে মতো। তবে এই ধরণের মানুষেরা এতোদিন যেখানে সেখানে থুথু ফেললেও এখন থেকে যদি রাস্তায় চলার পথে এই ধরণের বাজে কাজ করে, তাহলে তাকে জরিমানা গুনতে হবে ।রাজ্য ক্যাবিনেট একটি থুথু ফেলা বিরোধী আইন পাশ হয়েছে।আইন অনুযায়ী, প্রথমবার রাস্তায় থুথু ফেলতে গিয়ে ধরা পড়লে সেই ব্যক্তিকে এক হাজার রুপি জরিমানা দিতে হবে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/