Trade conference: শিল্প আনতে মরিয়া মুখ্যমন্ত্রী

breakingnews কলকাতা দেশ রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর মাত্র কয়েকঘন্টা, তারপরেই কলকাতায় আসছেন দেশ বিদেশের একের পর এক বিশিষ্ট শিল্পপতিরা। ৫ ফেব্রুয়ারি বুধবার থেকেই শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Trade conference)।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (Trade conference) প্রথম দিনেই বিরাট চমক, আসছেন চল্লিশটি দেশের বিশিষ্ট জনপ্রতিনিধিরা। আসছেন ৪০ টি দেশের প্রায় ২০০ জন জনপ্রতিনিধি। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রথম দিন, থাকবেন ৪০ টি দেশের ২০০ জনপ্রতিনিধি, যোগ দেবেন

ভারতবর্ষের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানীও। থাকছেন ৫০০০ শিল্পপতি। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উপস্থিতি বিষয়ে নিজেই জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০২৩ সালে শেষ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসেন মুকেশ আম্বানি।

আরও পড়ুন:

আরও পড়ুন: Sports: আলোহীন মাঠে থমকে গেল খেলা !

সেবারেও একাধিক বিষয়ে বিনিয়োগের কথা বলতে শোনা যায় তাঁকে, এরপর আবার ২০২৫ সালে আসছেন তিনি। আগেরবার শিল্পপতি মুকেশ আম্বানির আসার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন ‘‘আমরা বাংলার বাসিন্দাদের ধন্যবাদ জানাই জিওকে গ্রহণ করার জন্য।

আমরা এখন পার্টনার হয়েছিল প্রভুজি, বিস্কফার্মের মতো সংস্থা। জিও মার্টের মতো পরিষেবা বাংলায় উন্নতি হয়েছে। এখনকার দিনে জলবায়ু ভারসাম্য ঠিক করা উচিত। রিলায়েন্স এখন দেশের সবথেকে বড় বায়ো এনার্জি পরিষেবা দিচ্ছে। রিলায়েন্স ফাউন্ডেশন কালীঘাট মন্দির নতুন ভাবে মেরামত করার প্রজেক্ট নিয়েছে। এই প্রজেক্টের কাজ আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। রিলায়েন্সের অনেক ভাল প্রযুক্তিবিদ বাংলাতে কাজ করছে।’’ ফের একবার মুখোমুখি হতে চলেছেন তাঁরা। মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, করবেন আলোচনা।এখন পশ্চিমবঙ্গের ব্যবসা, কর্মসংস্থান বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী ঠিক কি বলেন সেদিকেই তাকিয়ে সকলে।