জাল নথিপত্র সহ ধৃত বাংলাদেশী

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসে দীর্ঘদিন ধরে বাস করছিল এক বাংলাদেশী নাগরিক। তিনি অন্যের নথিপত্র ব্যবহার করে নিজের ছবি দিয়ে ভারতীয় আধার ভোটার কার্ড তৈরি করে বসবাস করছিল। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ বাংলাদেশিকে গ্রেফতার করে। ঘটনাটি উত্তর ২৪ পরগণার বাগদা থানার পুরদাহ এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বাসুদেব ঘরামি। বাড়ি বাংলাদেশের ঝিকারগাছা এলাকায়। আট বছর আগে বাংলাদেশ থেকে তাঁর পরিবার নিয়ে ভারতে এসেছিলেন। এরপর তিনি ভারতের বাগদা থানার পুরদাহ এলাকায় বসবাস করতে শুরু করেন। সেখানেই তিনি এক প্রতিবেশী গণেশ ঘরামির সমস্ত ব্যক্তিগত নথি সংগ্রহ করেছিলেন। বাসুদেব নিজের ছবি দিয়ে নকল পরিচয়পত্র তৈরি করেছিলেন। এরপর তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজেও সেগুলি ব্যবহার করতে থাকেন। বাসুদেবের নাম কোন কাগজপত্র এলেই তা প্রথমে চলে যেত গণেশ ঘরামির বাড়িতে। এরপরই গণেশের সন্দেহ হয়। তিনি কাগজপত্রের বৈধতা পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন বাসুদেব তাঁর নথিপত্র জাল করে ব্যবহার করেছে। এরপর গণেশ বাসুদেবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ তদন্ত শুরু করে এবং ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ছয় দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কথা থেকে এই জাল নথি বানিয়েছিলেন, সেটির তদন্ত করছেন তদন্তকারীরা।