Virat Kohli: প্রথম ওডিআইতে নেই বিরাট

আন্তর্জাতিক ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো : আজ বৃহস্পতিবার নাগপুরে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের প্রথম ওয়ানডে সিরিজ। প্রথম সিরিজেই ভারতীয় ক্রিকেট দলের জন্য দুঃসংবাদ! প্রথম ওয়ানডে ম্যাচে (ওডিআই) খেলতে পারবেন না বিরাট কোহলি Virat Kohli । চোটের কারণে তাঁকে আজকের ম্যাচ থেকে বাইরে রাখা হয়েছে। তাঁর অনুপস্থিতি দলের ব্যাটিং লাইনআপে বড় প্রভাব ফেলতে পারে। সিরিজ শুরুর আগে থেকেই ফিটনেস নিয়ে অনিশ্চয়তা ছিল। অনুশীলনের সময় হালকা চোট পান কোহলি Virat Kohli , যা পরে গুরুতর আকার নেয়। চিকিৎসকদের পরামর্শে প্রথম ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। তবে পরবর্তী ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে তাঁর সুস্থতার ওপর।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

কোহলি ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। বিশেষ করে ওয়ানডেতে তাঁর পারফরম্যান্স অসাধারণ। তাঁর অনুপস্থিতি ব্যাটিং লাইনআপে বড় প্রভাব ফেলতে পারে, কারণ তিনি দলকে স্থিতিশীলতা এবং অভিজ্ঞতা এনে দেন। কোহলির জায়গায় দলে কাকে নেওয়া হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সম্ভাবনা রয়েছে যে শুভমান গিল বা শ্রেয়াস আইয়ার দলে আসতে পারেন। তাঁদের উপর দায়িত্ব থাকবে মিডল অর্ডারকে শক্তিশালী করার। বিরাট কোহলির না খেলার খবরে ভক্তরা হতাশ। সোশাল মিডিয়ায় অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং তাঁকে দলে ফিরে দেখতে চান।

আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

কোহলির চোট কতটা গুরুতর, তা বোঝার জন্য বিসিসিআই চিকিৎসকরা নজর রাখছেন। যদি সুস্থ হন, তাহলে হয়ত সিরিজের দ্বিতীয় বা তৃতীয় ম্যাচেই তাঁকে দেখা যেতে পারে। তবে চোট গুরুতর হলে পুরো সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি। এখন দেখার বিষয়, ভারত কোহলির অনুপস্থিতিতে কেমন পারফর্ম করে এবং কে তাঁর জায়গা পূরণ করতে পারে!

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/

কোহলির চোট কতটা গুরুতর, তা বোঝার জন্য বিসিসিআই চিকিৎসকরা নজর রাখছেন। যদি সুস্থ হন, তাহলে হয়ত সিরিজের দ্বিতীয় বা তৃতীয় ম্যাচেই তাঁকে দেখা যেতে পারে। তবে চোট গুরুতর হলে পুরো সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি। এখন দেখার বিষয়, ভারত কোহলির অনুপস্থিতিতে কেমন পারফর্ম করে এবং কে তাঁর জায়গা পূরণ করতে পারে!