নিজস্ব প্রতিনিধি, হুগলি: হুগলির হিন্দমোটরের একটি বেসরকারি নার্সারি স্কুলে শিশু নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্কুলের এক নিরাপত্তারক্ষী আড়াই বছরের এক শিশুকে খারাপভাবে স্পর্শ করেছে। শিশুটির পরিবারের দাবি, সে গত কয়েকদিন ধরে স্কুলে যেতে ভয় পাচ্ছিল। কারণ জানতে চাইলে শিশুটি জানায়, এক আঙ্কল তাকে “ব্যাড টাচ” করেছে।
এমন অভিযোগ সামনে আসতেই বৃহস্পতিবার স্কুলে গিয়ে অন্যান্য অভিভাবকদের বিষয়টি জানান শিশুটির পরিবারের সদস্যরা। এরপরই স্কুল চত্বরে বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত অভিভাবকদের একাংশ স্কুলের প্রিন্সিপালের স্বামীকে চড়-থাপ্পড় মারেন। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করে। স্কুলের প্রিন্সিপাল রিমি চৌধুরী জানিয়েছেন, শিশুদের দেখভালের দায়িত্বে থাকা সকল কর্মী মহিলা। তাছাড়া স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, কিন্তু আপত্তিকর কিছু ধরা পড়েনি। এই ফুটেজ পুলিশের সঙ্গেও শেয়ার করা হয়েছে। তবে, যেহেতু অভিযোগ উঠেছে, তাই নিরাপত্তারক্ষীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
অভিভাবকদের একাংশের দাবি, স্কুলের নজরদারির অভাবের কারণেই এমন ঘটনা ঘটেছে। তাঁরা অভিযোগ করেন, স্কুলের স্টাফরা শিশুদের পর্যাপ্তভাবে নজর রাখেন না, যার ফলে এমন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হলে পকসো (POCSO) ধারায় মামলা রুজু করা হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় স্কুলের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।