ত্রিবেণী কুম্ভ নিয়ে সজাগ প্রশাসন

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,হুগলি: আয়োজনের প্রস্তুতি তুঙ্গে ত্রিবেণী কুম্ভ মেলার আয়োজনের। বুধবার ভূমি পুজোর মাধ্যমে মেলার কাউন্টডাউন শুরু হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারাও তৎপর, যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে। এদিন কুম্ভ মেলার জায়গা পরিদর্শন করেছেন চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র।

প্রয়াগের দুর্ঘটনার কথা মাথায় রেখে এবারের ত্রিবেণী কুম্ভ মেলায় বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা বৃহস্পতিবার গঙ্গার ঘাটগুলো পরিদর্শন করেছেন। রাজা ঘাটের কাছে পাশে অবস্থিত উদ্বাস্তুদের জন্য তৈরি করা ক্যাম্পের অবস্থা খুবই খারাপ, বিশেষত কোয়ার্টার গুলো এবং দেওয়ালের অবস্থা। গত বছর এই ক্যাম্পে নাগা সন্ন্যাসীরা ছিলেন। এই ক্যাম্পে হোম যজ্ঞও হয়েছিল। তা দেখতে ভিড় জমায় পুণ্যার্থীরা। এবারে সাধুদের থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এজন্য মেলা কমিটিকে আলাদা তাঁবুর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন মহকুমা শাসক বলেন, বৃহস্পতিবার জয়েন ভিজিট করা হয়েছে। ১১-১৩ ফেব্রুয়ারি কুম্ভ মেলা হবে ত্রিবেণীতে। প্রচুর মানুষের সমাগম হবে। কোনোরকম যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা পুরো এলাকা পরিদর্শন করে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করলাম। কোথায় স্নান করবে,কিভাবে লোকেরা মেলায় প্রবেশ করবে সব বিষয়ে আলোচনা করা হচ্ছে।
কুম্ভ স্নান হবে তিনটি ঘাটে। সিভিল ডিফেন্স থাকবে, পূর্ত দফতর থাকবে আর সেচ দফতরের কাজ শুরু হয়েছে। নজরদারি চলবে স্পিড বোটে। নেট দিয়ে ঘিরে ফেলা হবে ঘাট গুলো।