kumbh mela: ফের মহাকুম্ভে পুণ্যার্থীদের ক্যাম্পে আগুন

দেশ

নিউজ পোল ব্যুরো: একের পর এক দুর্ঘটনা মহাকুম্ভে (kumbh mela)। দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না মহাকুম্ভের। কিছুদিন আগে পদপিষ্ট হয়ে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই যমুনাপুরম সেক্টরে আগুন (kumbh mela)। আগুনের শিক্ষা দাউদাউ করে জ্বলতেই শুরু হয় বিপদজ্জনক পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা। শুরু হয় আগুন নেভানোর কাজ। কিছুক্ষনের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষতির আশঙ্কা নেই। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে ২০ টি তাঁবু পুড়ে গিয়েছে অগ্নিকাণ্ডে।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

এবারে একাধিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে মহাকুম্ভ। গত সোমবার একটি হট এয়ার বেলুন মাটিতে আঁচড়ে পড়ে মৃত্যু হয় ৬ জন পুণ্যার্থীর। আহতদের মধ্যে দুই কিশোরও ছিলেন। তাঁদের সবাইকে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এর আগেও ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অনেক মানুষের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

এই পরিস্থিতিতে সাংসদ বাজেট অধিবেশন শুরু হওয়ার পর বিরোধী সাংসদরা কুম্ভ ইস্যুতে মুখ খুলতে থাকেন। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেন, মহাকুম্ভে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনার খবর পাওয়ার পর এবার নতুন করে আগুন লাগার ঘটনা আলোচনায় এসেছে। গত সপ্তাহে সেক্টর ২২-এ আগুনে ১৫ টি শিবির পুড়ে যায়, তবে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সেবারেও কেউ হতাহত হননি।

কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেন, মহাকুম্ভে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। এসব ঘটনার খবর পাওয়ার পর এবার নতুন করে আগুন লাগার ঘটনা আলোচনায় এসেছে। গত সপ্তাহে সেক্টর ২২-এ আগুনে ১৫ টি শিবির পুড়ে যায়, তবে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সেবারেও কেউ হতাহত হননি।