নিউজ পোল স্পোর্টস ব্যুরো: তিনি ভারতীয় দলের কোচ হওয়া ইস্তক সমালোচনা পিছু ছাড়ছে না তাঁর। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন তিনি। তার পরপরই তৎকালীন বিসিসিআই সচিব জয় শাহ রোহিত-বিরাটদের হেডস্যারের হটসিটে বসিয়েছিলেন তাঁকে। কিন্তু শুরুতেই তাল কাটে ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারায়। তারপর ঘরের মাঠে কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ তাঁর দল চালানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দেয়। তিনি গৌতম গম্ভীর (Gautam Gambhir) তা আর বলার অপেক্ষা রাখেনা। ভারতীয় ক্রিকেটের বরাবরের অন্যতম বিতর্কিত চরিত্র। একসময়ের সতীর্থদের সঙ্গেই তাঁর সম্পর্ক অত্যন্তই অম্ল-মধুর। এবার আরেক সতীর্থ জাহির খান (Zaheer Khan) আঙ্গুল তুললেন তাঁর কোচিংয়ের দিকে। আনলেন মারাত্মক অভিযোগ।
আরও পড়ুনঃ Champions Trophy: বুমরাহ না খেললেও জিতবে ভারত? বড় ভবিষ্যদ্বাণী প্রাক্তন অধিনায়কের
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ (IND Vs ENG) খেলছে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ -এ পকেটে পুরেছে সূর্যরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজও এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে মেন ইন ব্লুজরা। কিন্তু দল নির্বাচন নিয়ে খুশি নন প্রাক্তন জাতীয় পেসার জাহির খান (Zaheer Khan)। সাদা-বলে বিশেষত একদিনের ক্রিকেটে ব্যাটিং পজিশন নিয়ে অতিরিক্ত কাটা-ছেঁড়া করার কারণে গুরু গম্ভীরকে একহাত নিয়েছেন ২০১১ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। তার আগে এখনও অবধি নির্দিষ্ট নয় ভারতীয় দলের প্রথম একাদশ। বিশেষ করে ওপেনিং এবং তিন নম্বর জায়গা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Team India)। ইংরেজদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে দেখা গিয়েছিল যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) । তিনে ব্যাট করতে এসেছিলেন শুভমন গিল (Shubman Gill)। মনে করা হয়েছিল যে কোহলি না খেলায় এই অদল-বদল। কিন্তু না, পরে জানা যায় যে পরিকল্পনামাফিকই গিল এসেছিলেন তিনে আর যশস্বী ওপেন করেছিলেন। চারে খেলেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু দ্বিতীয় ম্যাচে কোহলি ফিরতেই জয়সওয়ালকে বাদ দিয়ে গিলকে আনা হয় ওপেনিংয়ে আর কোহলি নামেন তিনে।
নিউজ পোল ফেসবুক পেজের লিঙ্কঃ https://www.facebook.com/share/1EA79Afcw5
আর এ নিয়েই এককালে সতীর্থ গম্ভীরকে সতর্ক করেছেন জাহির খান (Zaheer Khan)। এক ক্রিকেটীয় সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বাঁহাতি পেসার বলেছেন, “গম্ভীর বলেছেন টিমের মধ্যে সকলের সবজায়গায় খেলার মানসিকতা রাখতে হবে। কিন্তু তারও কিছু নিয়ম আছে। ব্যাটিংয়ের প্রথম তিনজনের জায়গা নির্দিষ্ট রাখতে হবে। বাকি টিম নিয়ে অদল-বদল চলতে পারে। টিমের মধ্যে সকলের সব জায়গায় খেলার ক্ষমতা থাকা ভাল কিন্তু অতিরিক্ত নাড়াঘাটা করলে তা হীরে বিপরীত হতে পারে।“ তাঁর মতে প্রতিনিয়ত এইধরণের পরীক্ষা-নিরীক্ষা চালাতে থাকলে তা উল্টে নিরাপত্তাহীনতা তৈরি করবে খেলোয়াড়দের মধ্যে। তিনি বলেছেন, “এইধরণের পরিবর্তন করার আগে টিমের সঙ্গে আলোচনা করা উচিৎ। সেই খেলোয়াড়ের সঙ্গে কথা বলে নেওয়া দরকার। নাহলে আপনি নিরাপত্তাহীনতা তৈরি করছেন টিমের মধ্যে। কিন্তু আপনি নিশ্চয়ই তার কারণ হতে চাইবেন না। প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। কিন্তু কর্মকর্তা-টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিকেটাররা সকলকে এক হয়ে কাজ করতে হবে তবেই ভারতীয় ক্রিকেটের ছন্দ বজায় থাকবে।“