নিউজ পোল ব্যুরো: প্রয়াত রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস (Acharya Satyendra Das)। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ৩ ফেব্রুয়ারি (3rd February) তাঁকে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়। স্ট্রোকের পর তিনি নিউরোলজি বিভাগের HDU-তে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে অযোধ্যার (Ayodhya) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে SGPGI-তে স্থানান্তরিত করা হয়।
আচার্য্য সত্যেন্দ্র দাস (Acharya Satyendra Das) দীর্ঘ ৩২ বছর ধরে রামলালার (Ramlala) পুজো করছিলেন। বাবরি মসজিদ ধ্বংসের আগেই তিনি সেখানে রামের পুজো শুরু করেছিলেন। ১১ জানুয়ারি রামমন্দিরে (Ram Mandir) রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উপলক্ষে তাঁকে দেখা গিয়েছিল। তারপরেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আচার্য সত্যেন্দ্র দাস (Acharya Satyendra Das) ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছিলেন। অসুস্থ থাকাকালীন তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর শিষ্য প্রদীপ দাস। তিনি জানান, বুধবার সকাল ৮ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যেন্দ্র দাস (Acharya Satyendra Das)। হাসপাতাল থেকে অযোধ্যায় (Ayodhya) নিয়ে আসা হয়েছে প্রধান পুরোহিতের দেহ। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সরযূ নদীর তীরে।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/12/newtown-teen-girl-tortured/
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আচার্য প্রধান সত্যেন্দ্র দাসের (Acharya Satyendra Das) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সোশাল মিডিয়ায় (Social Media) লিখেছেন, ‘রামভক্ত আচার্য্য সত্যেন্দ্র দাস মহারাজের প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। তাঁর মৃত্যু আধ্যাত্মিক জগতের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাই এবং প্রার্থনা করি শ্রীরাম যেন তাঁর আত্মাকে চরণে স্থান দেন এবং শোকাহত শিষ্য ও অনুগামীদের এই অপরিসীম ক্ষতি সহ্য করার শক্তি দেন।’