Suvendu Adhikari on Bangladesh: পশ্চিমবঙ্গে রয়েছে বাংলাদেশি জঙ্গি ভোটার

কলকাতা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গ বাংলাদেশি জঙ্গি ভোটারে ভরে গিয়েছে। এমন বিস্ফোরক মন্তব্যই করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদেরকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন বিধানসভার বিরোধী দলনেতা।

আরও পড়ুন: Nirmala Sitharaman: লোকসভায় নতুন ইনকাম ট্যাক্স বিল পেশ নির্মলার

বাংলার বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি ভুয়ো ভোটার ধরা পড়ছে। যার মধ্যে কারো কারো সঙ্গে জঙ্গিদেরও যোগ রয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “বিভিন্ন রাজ্যে যারা ধরা পড়ছে সেই সব রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি জঙ্গি পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে। সেখান থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ছে। যেসমস্ত বিডিও-ডিএম এদের নাম তুলছে, তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি আমি।”

বিভিন্ন জায়গা থেকে ধরা পড়া ভুয়ো বাংলাদেশি ভোটারদের কাছে ভুয়ো আধার কার্ড পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বলেন, “অবিলম্বে এই নামগুলি বাতিল করতে বলা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তেজিত হয়েছেন। গতকাল উত্তেজিত হয়েছিলেন তিনি।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এতেই শেষ নয়। জঙ্গি ভোটারের পাশাপাশি এদিন শুভেন্দুকে (Suvendu Adhikari) বজবজে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কথা বলতেও শোনা যায়। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানায় রেখেছেন তিনি। বলেন, “ওখানে তো সমান্তরাল প্রশাসন চলে। ভাইপোর প্রশাসন। ওখানকার পুলিশ ভাইপোর অফিস থেকে যা বলা হয় তাই করে। ওখানে পশ্চিমবঙ্গ পুলিশের কথা চলে না। ভাইপোর কথা চলে। তাই এই অবস্থা।”