নিউজ পোল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) শপথগ্রহণের পর আমেরিকা(USA) সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। করেছেন কাছের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। ট্রাম্প মোদীর এই সাক্ষাৎ-এর দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। মোদীর সঙ্গে সাক্ষাৎ-এর পরেই বন্ধুকে বিশেষ উপহার দিলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের হাতে মোদীকে তুলে দিয়েছেন সেই উপহার। কাজের বাইরে দুই রাষ্ট্রপ্রধানের এই একান্ত সাক্ষাৎ নজর কেড়েছে সকলের।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে(White House) বাণিজ্য, নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিয় বন্ধুকে তাঁর বই “আওয়ার জার্নি টুগেদার” এর একটি স্বাক্ষরিত কপি উপহার দেন। যেখানে ট্রাম্পের প্রথম মেয়াদের বর্ণনামূলক এই ফটোবুকটিতে ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক মার্কিন সফরের সময় হাউডি মোদী অনুষ্ঠান সহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ছবি রয়েছে। আলোচনায় বসার আগে বৃহস্পতিবার ওভাল অফিসে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়ে ট্রাম্প তাঁকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন। এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ব্যক্তিগতভাবে ভারতীয় নেতার জন্য বইটিতে স্বাক্ষর করেন এবং লেখেন, “মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি মহান।”
বইটি উপহার দেওয়ার সময়, ট্রাম্প(Donald Trump) বইটি উল্টেপাল্টে প্রধানমন্ত্রী মোদীকে দেখান মার্কিন রাষ্ট্রপতির ২০২০ সালের ভারত সফরের সময় ‘নমস্তে ট্রাম্প’ সমাবেশের ছবি এবং তাজমহলের সামনে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তাঁর একটি ছবি দেখান। সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ভারতের প্রধানমন্ত্রী মোদীকে পেয়ে আমি অনেক সম্মানিত। তিনি দীর্ঘদিন ধরে আমার একজন মহান বন্ধু। আমাদের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে এবং আমরা আমাদের ৪ বছরের সময়কালে এই সম্পর্ক বজায় রেখেছি।” মোদীর মার্কিন সফরে ভারত-আমেরিকার সম্পর্ক যে অন্যমাত্রা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।