CBSE Board Exam: ২০২৬-এ সিবিএসই পরীক্ষার নতুন রূপরেখা,ছাত্রদের জন্য সুবছর

দেশ শিক্ষা

নিউজ পোল ব্যুরো: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE Board Exam) পড়ুয়াদের ওপর চাপ কমাতে নতুন পদক্ষেপ গ্রহণ করছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সিবিএসই (CBSE) দশম শ্রেণীর পরীক্ষাগুলি বছরে দুবারে নেওয়ার পরিকল্পনা করেছে। এটি শুধু ভারত নয়,সারা বিশ্বে সিবিএসইর (CBSE) ২৬০ টি স্কুলে কার্যকর হবে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) উপস্থিতিতে একটি বৈঠক (Meeting) অনুষ্ঠিত হয়,যেখানে সিবিএসই (CBSE) কর্তৃপক্ষ,এনসিইআরটি (NCRT),কেভিএস (KVS) ও এনভিএস-র (NVS) সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে (Meeting) এই সিদ্ধান্তের (decision) প্রাথমিক খসড়া (Initial draft) তৈরি করা হয়। আগামী সোমবার (Monday) এই খসড়া জনসমক্ষে প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) এক্স হ্যান্ডেলে একটি বার্তা শেয়ার (Share) করেন। তিনি বলেন, ‘আমরা সিবিএসই (CBSE) বোর্ডের পরীক্ষাগুলি বছরে দুবারে নেওয়ার জন্য নতুন কৌশল তৈরি করছি। এতে পড়ুয়াদের (Student) ওপর অতিরিক্ত চাপ কমবে এবং তারা ভালোভাবে শিখতে মনোযোগী হবে।’ তিনি আরও বলেন,’এটি বোর্ডের পরীক্ষার (Board Exam) ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে।’

এদিন শিক্ষামন্ত্রী (Minister of Education) জানান, এই নতুন নীতির মূল লক্ষ পড়ুয়াদের ওপর পরীক্ষার (Exam) চাপ কমানো,যাতে তারা শুধুমাত্র শিখতে মনোযোগ দিতে পারে। গত জানুয়ারি (January) এই পরিকল্পনার আভাস দেওয়া হয়েছিল এবং এখন তা চূড়ান্ত হয়ে উঠেছে। এছাড়া, জাতীয় শিক্ষা নীতির (National Education Policy) প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলিও সেমিস্টারে (Semester) নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে।