নিউজ পোল ব্যুরোঃ মায়ের ভাষা মাতৃভাষা। কিন্তু সেই বাংলা ভাষা আজ মলিন হওয়ার পথে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এখন প্রাধান্য পাচ্ছে ইংরেজি ভাষা। ছেলেমেয়েদেড় যুগের উপযোগী বানলাতে এখনকার বাবা মায়েরা ভুলতে বসেছেন নিজের মাতৃভাষা ‘বাংলা’-কে। ঠিক ‘আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা’ হয়ে গিয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস(International mother language day)। যাকে বলা হয় শিকরের টান ।
মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হল ভাষা । এখন বিশ্বের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে ভারতও । এখানে বলে রাখা ভালো এই ভাষা আন্দোলন ভারতে শুরু হয়নি। শুরু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ নিজেদের ভাষা বাংলাকে রক্ষা করতে জীবন পর্যন্ত দিয়েছেন। হয়েছে রক্তপাত। আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের উপর বর্বর পুলিশ গুলিবর্ষণ করলে রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, সালাম, বরকত-সহ অনেক তরুণ শহিদ হন। সেই থেকেই প্রত বছর ২১ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উল্লেখ্য, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে সরকারি ভাষা করার দাবি জানিয়ে শুরু হয়েছিল আন্দোলন। সেই লড়াইয়ে চার ছাত্র নিহত হন। তারপর ১৯৯৯ সালের নভেম্বরে, জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার (UNESCO) সাধারণ সম্মেলন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। যাকে স্বাগত জানিয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদ । বিশ্বে ৬৫০০ বেশি ভাষা প্রচলিত রয়েছে।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/21/the-history-of-international-mother-language-day/
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের সম্মানে এবং শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের জন্য মাতৃভাষার গুরুত্বের স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস(International mother language day) হিসাবে ঘোষণা করে ১৯৯৯ সালে ইউনেস্কো । তখন থেকেই প্রতিবছর বিশ্বে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়। জাতিসংঘও এই দিবসটি উদযাপনকে সমর্থন করে। জাতিসংঘ তার সদস্য দেশগুলিকেও ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিকতার প্রচারে উৎসাহিত করে। এমনকি মাতৃভাষা সম্পর্কিত একটি নির্দিষ্ট দিকের চ্যালেঞ্জ তুলে ধরতে প্রতি বছর ইউনেস্কো দিবসটির জন্য একটি থিম বেছে নেয়।