নিউজ পোল ব্যুরো: সাধারন টিকিটে (Ticket) নির্দিষ্ট ট্রেনে যাত্রার নতুন নিয়ম । ট্রেন অনেকের কাছেই এক অন্যতম আরামদায়ক যানবাহন। ভারতে প্রত্যেকদিন হাজার হাজার লোক ট্রেনে করে যাত্রা করেন। ট্রেনের মধ্যে রয়েছে যাত্রা করার দু’রকম বিকল্প- সংরক্ষিত কোচ এবং অসংরক্ষিত কোচ। এমন অনেকেই রয়েছেন যারা অসংরক্ষিত কোচে যাত্রা করেন। অসংরক্ষিত বা সাধারণ কোচের জন্য যেকোনো সময়েই টিকিট কেনা যায়। কিন্তু সংরক্ষিত কোচে যাত্রা করতে গেলে অনেক আগে থেকেই টিকিটি বুকিংয়ের (Ticket) ব্যাপার থাকে। সংরক্ষিত কোচের মধ্যে রয়েছে তিন রকমের বিকল্প- এসি, স্লিপার এবং সিটিং কোচ। যার যেমন সুবিধা সে তার নিজের মতো টিকিট কিনে নিতে পারবেন।
সম্প্রতি নয়াদিল্লি রেলস্টশনে(New Delhi Rail station) ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনাটি ঘটেনি অতিরিক্ত ভিড়ের কারনে। এই দুর্ঘটনার জেরে প্রাণ হারায় ১৮ জন। তাই ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে রেলওয়ে মন্ত্রণালয় সাধারণ টিকিট কাটেন যে যাত্রীরা তাদের জন্য এক নতুন নিয়মের কথা ভেবেছেন। এতদিন সাধারণ টিকিটের সাহায্যে যাত্রীরা যেকোনো ট্রেনেই ভ্রমণ করতে পারতেন। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে, সাধারণ টিকিটও যেকোনো একটি নির্দিষ্ট ট্রেনের(Fixed Train Ticket) নাম উল্লেখ থাকবে। এর ফলে যাত্রীরা যখন একবার একটি নির্দিষ্ট ট্রেনের জন্য টিকিট কেটে ফেলবেন তখন তারা টিকিটে উল্লেখিত ট্রেনের(Fixed Train Ticket) পরিবর্তে অন্য কোনো ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। এই সাধারণ টিকিটেরও কিছু নিয়ম রয়েছে যা হয়তো অনেকেই জানেন না। এই সাধারণ টিকিটেরও(General Ticket Validity) একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছেন। এই সাধারণ টিকিট(Indian Railways General Ticket Rules) কাটার ৩ ঘন্টার মধ্যে আপনি যদি যাত্রা না করেন তাহলে সেই টিকিট বৈধ থাকবেনা। নির্ধারিত সময় পেরিয়ে গেলে আপনি আর ওই টিকিট নিয়ে যাত্রা করতে পারবেন না। যত তাড়াতাড়ি এই নিয়ম কার্যকর হবে তত তাড়াতাড়িই হয়তো সাধারণ টিকিট যাত্রীদের ওপর কোনো নতুন প্রভাব ফেলতে পারে(Indian Railways General Ticket Rules)। এখন দেখার বিষয় একটাই রেল ও সরকার কত তাড়াতাড়ি এই নতুন নিয়ম বাস্তবায়ন করতে পারে।