Reception Look: জনপ্রিয় টলিউড নায়িকাদের বিয়ের লেহেঙ্গা লুক!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বিয়ে মানেই (wedding dress) কিন্তু লাল রঙ নয়! এই ধারণা ইতিমধ্যে বলিউড থেকে টলিউড অনেক নায়িকাই ভেঙে দিয়েছে (Reception Look)। লাল রঙের পরিবর্তে তারা বিয়ের জন্য আরও নানা রঙের পোশাক পছন্দ করেছেন,যা এখন বেশ ট্রেন্ডিং (Trending)। আর বিয়ের পর সেগুলির মধ্যে পরার ফ্যাশনও (Fashion) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে (Reception Look)।

বিয়ের জন্য সাজগোজ ও পোশাক নিয়ে প্রস্তুতি অনেক দিন আগে থেকেই শুরু হয়। প্রায় প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে তার বিয়ে নিয়ে। জীবনের এই বিশেষ দিনটি সবাই খুব আনন্দের সঙ্গে পালন করে। অনেক আগেই ভাবতে শুরু হয় কি ধরনের বেনারসি পড়া হবে,মেকাপ কেমন হবে এবং বিশেষ করে রিসেপশনে (Reception Look) কি ধরণের ল্যাহেঙ্গা (Lahenga) পরা হবে যা সবার দৃষ্টি আকর্ষন করবে।

বিয়ের সময় সবার মনেই একটাই প্রশ্ন, ল্যাহেঙ্গার সঙ্গে আর কি সাজা যায় যাতে চোখ ধাঁধিয়ে যায়? বেনারসি শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাককে ল্যাহেঙ্গা নিয়ে প্রতিস্থাপন করা এখনও জনপ্রিয়। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে না থাকেন কি ধরণের ল্যাহেঙ্গা পরবেন, তাহলে দেখে নিন কিছু আকর্ষণীয় সাজগোজ আইডিয়া। যদি আপনি ল্যাহেঙ্গা লুক (Lahenga Look)পছন্দ করেন,তাহলে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীদের সাজের এই তালিকাটি অনুসরণ করতে পারেন।

শ্বেতা ভট্টাচার্য: জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) সম্প্রতি বিয়ে করেছেন। তার বিয়ের রিসেপশনে (Reception Look)ছিল আকাশী রঙের নেটের ল্যাহেঙ্গা, যা অত্যন্ত দৃষ্টি আকর্ষণ করেছিল। হালকা মেকআপ, ফুলে সাজানো চুল এবং ম্যাচিং গহনায় পুরো লুকটি একদম পারফেক্ট ছিল। আপনি চাইলে এই ধরনের লুকও অ্যাডপ্ট করতে পারেন।

কৌশম্বি চক্রবর্তী: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশম্বি চক্রবর্তী (Koushambi Chakraborty) তার রিসেপশনে লুকে (Reception Look)পরেছিলেন আইভরি রঙের ল্যাহেঙ্গা। চুল কার্ল করে খোলা রেখেছিলেন এবং মাথায় সাদা ফুল পরেছিলেন। এই সাজও খুব স্টাইলিশ এবং আপনি এটিও ট্রাই করতে পারেন।

তৃণা সাহা: তৃণা সাহা (Trina Saha) তার বিয়ের রিসেপশনে পরেছিলেন মেরুন রঙের ডিজাইনার ল্যাহেঙ্গা,যা তাকে অত্যন্ত সুন্দর লাগছিল। খোলা চুল, সিঁথিতে সিঁদুর এবং সোনালী গয়নায় সাজানো তৃণা ছিলেন একদম এক অন্যরকম নতুন কনে।

রূপসা চট্টোপাধ্যায়: বাংলা টেলিভিশনের খলনায়িকা রূপসা চট্টোপাধ্যায়ের (Rupsa Chatterjee) বিয়ের সাধ ছিল অসাধারণ। মেহেন্দি থেকে শুরু করে বিয়ে এবং রিসেপশনের সাজে তিনি ছিলেন একদম সেরা রিসেপশনে পড়েছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা এবং স্বর্ণখচিত গহনা। যা তার লুককে আরও এক্সক্লুসিভ করে তুলেছিল।

সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়: অভিনেত্রী সুদীপ্তা বন্দোপাধ্যায় (Sudipta Banerjee)তার বিয়ের রিসেপশনে পড়েছিলেন হালকা বেগুনি রংয়ের ফ্লোরাল লেহেঙ্গা গলায় হীরের নেকলেস এবং ঢেউ খেলানো খোলা চুলে তিনি ছিলেন একেবারে রাজকুমারী। আপনি চাইলে এমন সাজও নিজেকে সাজাতে পারেন।

এইসব সেলিব্রেটিদের লেহেঙ্গা লুক থেকে আপনিও অনুপ্রেরণা নিতে পারেন এবং নিজের জন্য সবচেয়ে ভালো সাজটি নির্বাচন করতে পারেন।