নিউজ পোল ব্যুরো: আরজি কর (RG Kar) হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে চিকিৎসক সমাজের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। যদিও তা কিছুটা মিটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। কয়েকমাস আগে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পশ্চিমবঙ্গের সর্বস্তরের চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Benrjee)। আজ সোমবার হচ্ছে বৈঠক।
আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে (Dhanadhanya Auditorium) দুপুর সাড়ে ১২টায় এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। অনেকে মনে করছে আরজি কর আবহে রাজ্য সরকারের সঙ্গে চিকিৎসক সমাজের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব ঘোচাতেই সরকারের তরফে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে একাধিকবার নানা ভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে তবে মুখ্যমন্ত্রঈ সরসরি কোনও বৈঠক করেননি। ধনধান্য প্রেক্ষাগৃহে প্রথম এই ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হননি চিকিৎসকেরা। মেডিক্যাল পড়ুয়া, অধ্যাপক, রেসিডেন্ট ডক্টরস ও মেডিক্যাল অফিসারদেরকেও ডাকা হয়েছে এই বৈঠকে।
জানা গিয়েছে এই বৈঠকে ডাকা হয়েছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকদের। তাছাড়াও এই বৈঠকে যোগ দেবেন বহু চিকিৎসক। স্বাস্থ্যদফতরের গ্রিভান্স রিড্রেসাল সেল বৈঠকের আয়োজন করেছে। রাজ্যের আড়াই হাজার চিকিৎসক উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। তবে থাকছেন না জুনিয়র ডক্টরস ফ্রন্ট( Junior Doctor’s Front) বা অভয়া কাণ্ডের অন্যতম প্রতিবাদী চিকিৎসকরা। স্যালাইন-কাণ্ড, জাল ওষুধের অভিযোগ, রেফার রোগ-সহ একাধিক বিষয় জা নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের ঝড় উঠছে তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হতে পারে।