TT Coach Bharati Ghosh Demises: প্রয়াত বাংলার কিংবদন্তি টিটি কোচ ভারতী ঘোষ

ক্রীড়া জেলা রাজ্য

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: টেবিল টেনিস (Table Tennis) আর তিনি যেন সমার্থক ছিলেন। বয়স কখন‌ই বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি প্রাণাধিক প্রিয় খেলাটি আর তাঁর মাঝে। কিন্তু একদিন তো সবাইকেই থামতে হয়। হার মানতে হয় মৃত্যু নামক জীবনের অমোঘ সত্যের কাছে। সোমবার দুপুরে হার মানলেন শিলিগুড়ির ‘বাঈ’ -ও। প্রয়াত হলেন কিংবদন্তি টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ (Bharati Ghosh)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

আরও পড়ুন: Hardik Pandya: নাদালের হাতঘড়ি পড়ে বাবরকে আউট হার্দিকের

প্রথাগত টিটি (TT) শিক্ষা কখন‌ই পাননি ভারতী ঘোষ (Bharati Ghosh)। ছিল না কোন কোচ‌ও (Coach)। সিনিয়র প্লেয়ারদের দেখে হাতেখড়ি টেবিল টেনিসে। আস্তে আস্তে টিটিই হয়ে উঠল ধ্যান-জ্ঞান। কিন্তু শুধু এখানেই থেমে থাকলেন না। ভাবনায় নিয়ে এলেন খেলাটিকে ছড়িয়ে দেওয়ার। সমাজের পিছিয়ে পড়া শ্রেণী থেকে খেলোয়াড় তুলে নিয়ে এসেছেন তিনি। শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়েও কাজ করেছেন। তাঁর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়ের সংখ্যা প্রায় ৩০০০। জাতীয় স্তরে তো বটেই আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাঁর ছাত্র-ছাত্রীরা। জিতেছে অনেক খেতাব‌ও।

দেড় বছর আগে ব্রেন স্ট্রোক (Brain Stroke) হয়েছিল বাংলার এই খ্যাতনামা টিটি কোচের (TT Coach)। তারপর থেকে কিছুদিন সুস্থ থাকলেও বিগত কয়েক মাস ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত সপ্তাহে শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb) দেশবন্ধু পাড়ায় তাঁর বাসভবনে যান। এরপর তাঁর উদ্যোগেই ভারতী দেবীকে (Bharati Ghosh) মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়, যেখানে সোমবার দুপুর ১২:২০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, শরীরের বিভিন্ন অংশে সংক্রমণের কারণে তাঁর অবস্থার আরও অবনতি ঘটে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ছিল না কোন প্রশিক্ষকের ডিগ্রি। কিন্তু তারপরেও নিরলস পরিশ্রম করে গিয়েছেন টেবিল টেনিস খেলোয়াড় তুলে আনতে। ভারতী ঘোষ (Bharati Ghosh) শুধু শিলিগুড়ি নয় বাংলা তথা দেশের‌ও অন্যতম সেরা টিটি কোচ হিসেবে থেকে যাবেন ইতিহাসের পাতায়। ২০১৯ সালে রাজ্য সরকার তাঁকে বঙ্গরত্ন পুরস্কারে সম্মানিত করে এবং ২০২১ সালে ক্রীড়া বিভাগ থেকে ‘ক্রীড়া গুরু’ সম্মান দেওয়া হয়েছিল তাঁকে। টেবিল টেনিসের প্রতি তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন ক্রীড়াজগত থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা।