Kolkata: কলকাতায় ভয়ানক ঘটনা, ট্রলি ব্যাগ থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন কাটা দেহ

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: খাস কলকাতায় (Kolkata) হাড়হিম করা ঘটনা। শ্রদ্ধা কাণ্ডের (Shraddha Walkar) ছায়া। উদ্ধার হল ট্রলিব্যাগ (Trollyebag)বন্দি মহিলার পিস পিস করা মুণ্ডহীন দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

মঙ্গলবার সাত সকালে উত্তর কলকাতার (North Kolkata) আহিরীটোলা (Ahiritola) ঘাটে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, একটি ট্রলি ব্যাগে দেহ ভরে তা টেনে আনছিলেন দুই মহিলা। মুণ্ডহীন দেহ লোপাট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মা ও মেয়েকে। রক্ত মাখা ব্যাগ দেখে স্থানীয়রাই (kolkata) মা মেয়েকে ধরে বলে জানা গিয়েছে।

সকাল ৭ টায় প্রথমে এক মহিলা সাফাই কর্মী দেখেন দুই মহিলা একটি ট্যাক্সি (Taxi)থেকে বড় ট্রলি ব্যাগ নামাচ্ছেন। ব্যাগের ওজন এতটাই ভারী ছিল যে দুই মহিলা তা নামাতে পারছিলেন না । ঘটনা দেখেই সন্দেহ হয় মহিলা সাফাই কর্মীর। ঘাটে (Kolkata) উপস্থিত প্রতভ্রমণকারীদের বিষয়টি জানান। ঘটনা বেগতিক দেখেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ (Kolkata Police) এসে জেরা করলে দুই মহিলা জানান ব্যাগে কুকুরের দেহ রয়েছে। তারপর একাধিক অসংলগ্ন কথা বলতে থাকায় সন্দেহ হয় পুলিশের। তারপর ব্যাগ খুলতেই শিউরে ওঠেন সকলে। ব্যাগ খুলতেই দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে এক মহিলার চার টুকরো মুণ্ডহীন দেহ। খুন করে দেহ লোপাটের পরিকল্পনা করা হয়েছিল বলেই অনুমান করছে পুলিশ।