Soumitrisha Kundu: নতুন সিরিজের পোস্টার মুক্তি!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: প্রেমিক বা স্বামী কিছুই চান না! তিনি একেবারে কৃষ্ণপ্রিয়া। জন্মদিনের বিকেলে বৃন্দাবনে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। গত কিছু বছর ধরে তার জন্মদিন (Birthday) বৃন্দাবনেই (Brindavan) কাটে। বিশেষ দিনটা আসার আগে সপরিবারে সেখানে পৌঁছে যান। মন্দিরে পুজো দিয়ে,গোমাতার সেবা (Gomatari Seva) করে জন্মদিন উদযাপন (Birthday Celebration) করে সৌমিতৃষা (Soumitrisha Kundu)। মাছ-মাংস নয়! সেদিনের খাবারে শুধু নিরামিষের রকমারি পদ থাকে। তিনি জানান,বৃন্দাবন (Brindavan) তো এক জাদুর জায়গা। কেক বা পায়েস তো নয়ই,সৌমিতৃষার জন্মদিনের মূল আনন্দ কৃষ্ণপ্রসাদে। শিবরাত্রির (Shivaratri) দিনেও তিনি বৃন্দাবনে গিয়ে মহাদেবের আরাধনায় ব্যস্ত থাকবেন।

বৃন্দাবনে এলে সাজগোজের কথা ভুলে যান অভিনেত্রী। যেন ‘যেমত যোগিনী পারা’! চুলে চিরুনি বুলিয়ে,হালকা কাজল ও লিপস্টিক পরে,মায়ের দেওয়া নতুন সালোয়ার কামিজ পরে মন্দিরে যেতে প্রস্তুত। শিব না কৃষ্ণ- কাকে বেশি চান তিনি? সম্প্রতিভাবে উত্তর দেন,’আমার কাছে উভয়েই এক। তাদের রূপের মধ্যে কোনো পার্থক্য দেখি না। পুরাণেও তো এমনটাই বলা হয়েছে। শ্রীকৃষ্ণ আর মহাদেবের মধ্যে কোনো তফাত নেই।’

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/03/anindita-sudip-newborn-baby-march-2025/

নতুন কোনো কাজের খবর নিয়ে প্রশ্ন করা হলে জানান,’২৮ ফেব্রুয়ারি, হইচই প্ল্যাটফর্মে আমার আগামী সিরিজ ‘কালরাত্রি ২’ (Kalratri 2)এর পোস্টার মুক্তি পাবে। আগস্ট থেকে শুটিং শুরু হয়েছে।’টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে,একটি নায়িকা কেন্দ্রিক ছবিতেও অভিনয় করবেন সৌমিতৃষা। তবে সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।

ন্দিরে পুজো দিয়ে,গোমাতার সেবা (Gomatari Seva) করে জন্মদিন উদযাপন (Birthday Celebration) করে সৌমিতৃষা (Soumitrisha Kundu)। মাছ-মাংস নয়! সেদিনের খাবারে শুধু নিরামিষের রকমারি পদ থাকে। তিনি জানান,বৃন্দাবন (Brindavan) তো এক জাদুর জায়গা। কেক বা পায়েস তো নয়ই,সৌমিতৃষার জন্মদিনের মূল আনন্দ কৃষ্ণপ্রসাদে। শিবরাত্রির (Shivaratri) দিনেও তিনি বৃন্দাবনে গিয়ে মহাদেবের আরাধনায় ব্যস্ত থাকবেন।

নতুন কোনো কাজের খবর নিয়ে প্রশ্ন করা হলে জানান,’২৮ ফেব্রুয়ারি, হইচই প্ল্যাটফর্মে আমার আগামী সিরিজ ‘কালরাত্রি ২’ (Kalratri 2)এর পোস্টার মুক্তি পাবে। আগস্ট থেকে শুটিং শুরু হয়েছে।’টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে,একটি নায়িকা কেন্দ্রিক ছবিতেও অভিনয় করবেন সৌমিতৃষা। তবে সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।