Tangra Incident: ‘মরার ভান করে…’ ট্যাংরা কাণ্ডের নাবালকের বয়ান ঘিরে বাড়ছে উত্তাপ

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: ট্যাংরা কাণ্ডে(Tangra Incident) সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। দে বাড়ির দুই ছেলের মধ্যে বড় ছেলে প্রণয় দে ইতিমধ্যেই দিয়েছে স্বীকারোক্তি। বলেছেন খুন করে কোনও অপরাধ করা হয়নি। এবার ট্যাংরার সেই ঘটনা নিয়েই চাঞ্চল্যকর বয়ান দিল বাড়ির নাবালক ছেলে প্রতীপ দে।

বৃহস্পতিবার রাজ্য শিশু কমিশনের দুই সদস্যের সামনে চাঞ্চল্যকর বয়ান দিয়েছে । প্রতীপ জানিয়েছে, “যোগা এবং জিম করার ফলে পায়েসে মেশানো ঘুমের ওষুধ খেয়ে কিছুই হয়নি আমার। মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছি। এরপর কাকা বালিশ চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম। এরপর কাকা এবং বাবা ছাদে আত্মহত্যা করতে চলে যায়। আমি দোতলায় উঠে দেখি মা কাকিমা এবং বোন মৃত অবস্থায় পড়ে আছে। মা কাকিমা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তাদের খুন করা হয়।” নাবালক পরিবারের দেনার প্রসঙ্গও। তাঁর কথায়, “বাবা ঘটনার দুইদিন আগে বলেছিল, এবার পাওনাদাররা ধাওয়া করবে। মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই বলেছিল বাবা-কাকা। আমাকে সেদিন আলোচনার সময় ঘর থেকে বের করে দেওয়া হয়। আমি সেদিন ঘরে থাকলে অন্য কোনো রোজগারের উপায় নিয়ে পরামর্শ দিতে পারতাম।”

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/27/the-reason-behind-the-maheshtala-fire-incident-today/

পারিবারিক ব্যবসা নিয়েও মুখ খুলেছে প্রতীপ। রাজ্য শিশু কমিশনের দুই সদস্যের সে বলেছে, ” বাবা কাকার ব্যবসা একেবারে লাটে উঠেছিল। ” তবে এর পর নাবালকের ঠিকানা কি হবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। হোমে রাখা হবে জানালেও শিশু সুরক্ষা কমিশন নাবালককে হোমে পাঠাতে নারাজ। তারা কোনো একজন আত্মীয়ের কাছেই তাকে রাখতে চায়। প্রসূনের শশুর-শাশুড়ির কাছে নাবালককে রাখতে চায় কমিশন। আজই এই দুজনের সঙ্গে কমিশন কথা বলবে বলে জানায়। সরকারি স্কিমে এই নাবালক সাবালক হওয়া পর্যন্ত মাসে মাসে প্রসূনের শশুর শাশুড়ি মাসোহারা পাবেন। অন্যদিকে জানানো হয়েছে, তারাও নিতে রাজি না হলে একটি ফ্যমিলি পাওয়া গিয়েছে যারা এই নাবালকের ভরণ পোষণে রাজি। সব বিকল্প খোলা রেখে চেষ্টা চালাবে শিশু সুরক্ষা কমিশন। এমনটাই জানিয়েছেন কমিশনের চেয়ার পার্সন অনন্যা চক্রবর্তী।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/