Saregamapa 2025: জয়ের পথে এগিয়ে চলছে স্বপ্নসিরিজ!

বিনোদন

নিউজ পোল ব্যুরো: এবারের মত যাত্রা শেষ সারেগামাপা (Saregamapa 2025), যা গতবছরের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছিল। এবারের সিজনের (Season) চূড়ান্ত পর্বে (Final episode) অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগী (Competitor) যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন- কোলাঘাটের অনীক, বনগাঁর সৃজিতা, গোবরডাঙার ঐশী, কাঁথির অতনু, বাঁকুড়ার আরাত্রিকা, মদনপুরের দেয়াশিনী, দার্জিলিংয়ের আরিয়ান, কলকাতার সত্যজিৎ এবং গঞ্জামের সাঁই। প্রত্যেকের চোখে ছিল হাজারো স্বপ্ন (Dream), আর সেই স্বপ্নপূরণের (Dream come true) জন্য তাঁরা সারেগামাপা (Saregamapa 2025) মঞ্চে তুলে ধরেছিলেন তাঁদের অসাধারন প্রতিভা (Extraordinary talent)।

আরও পড়ুন:Oskars 2025: অস্কারে ডুন ২, উইকেড সহ সেরা ছবির তালিকা জানুন!

বিভিন্ন রাউন্ডে (Round) উত্তীর্ণ হয়ে তারা পৌঁছেছিল চূড়ান্ত পর্বে, যেখানে নাটকীয়তার মধ্যে চলছে তাদের প্রতিযোগিতা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) সেদিন বিকেল ৭ টা ৩০ মিনিট থেকে শুরু হয় সেই জমজমাট টেলিভিশন সম্প্রচার (Television broadcast)। প্রতিযোগীরা নিজেদের সেরাটা দিয়েছেন, আর বিচারকরা তাঁদের দক্ষতা (Skills) ও মেধার প্রতি মুগ্ধ হয়েছেন।

এবারের প্রতিযোগিতায় ছোটদের মধ্যে বিজয়ী হয়েছেন ইমন চক্রবর্তী (Emon Chakraborty) এবং রাঘব চট্টোপাধ্যায়ের (Raghav Chatterjee) টিমের অতনু মিশ্র। বড়দের বিভাগে বিজয়ী হয়েছেন কৌশিকী চক্রবর্তী দেশিকান এবং ইন্দ্রাদীপ দাশগুপ্তের টিমের প্রতিযোগী দেয়াশিনী রায়। দ্বিতীয় স্থানে রয়েছে ছোটদের মধ্যে শান্তনু মৈত্র এবং অন্তরা মিত্রর টিমের ঐশী চক্রবর্তী,তৃতীয় স্থানে জোজো এবং জাভেদ আলীর টিমের অনীক জানা। বড়দের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন জাভেদ আলী এবং জোজোর টিমের ময়ূরী, আর তৃতীয় স্থানে রয়েছেন রাঘব চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর টিমের সত্যজিৎ। এছাড়া, এবারের বিশেষ পুরস্কার, কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার লাভ করেছেন আরত্রিকা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

গ্র্যান্ড ফিনালে (Saregamapa 2025) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আদনান স্বামী, যিনি নিজের জনপ্রিয় গানগুলোর মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন। তাঁর প্রশংসা এবং অনুপ্রেরণায় ভরা কথায় সেদিনের অনুষ্ঠান আরও গাঢ় হয়ে ওঠে। সঙ্গে ছিলেন প্রথিতযশা সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্ল, যিনি অনুষ্ঠানকে আরও আলোকিত করেছেন। পুরো সিজন জুড়ে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন আবির চট্টোপাধ্যায়, এবং বিচারকদের মধ্যে ছিলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী দেশিকান, ইন্দ্রদীপ দাশগুপ্ত, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো,জাভেদ আলি।

এদিন বিজয়ীর নাম ঘোষণার পর আরাত্রিকা তার সামাজিক মাধ্যমে লিখেছেন, এই মঞ্চে আমি খালি হাতে ফিরিনি, কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার পেয়েছি। সবচেয়ে বড় উপহার হল মানুষের অকৃত্রিম ভালোবাসা, গুনী গ্রমার কাছ থেকে অমুল্য পরামর্শ এবং বিচারক ও টেকনিক্যাল টিমের (Technical Team) সবার অগাধ ভালোবাসা। এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ।

আরও পড়ুন:Srabanti Chatterjee: “ওর যা ইচ্ছে ও তাই করবে”-, ছেলে অভিমন্যুকে নিয়ে কেন‌ এমন‌ মন্তব্য শ্রাবন্তীর?