নিউজ পোল ব্যুরো: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Jalpaiguri Medical College and Hospital) সুপার স্পেশালিটি বিভাগে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের (Anti-Rabies Vaccine) তীব্র সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই গুরুত্বপূর্ণ ভ্যাকসিন (Vaccine) না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের পরিবার(Jalpaiguri News)। কুকুর (Dog Bite), বিড়াল (Cat Bite) ও বাঁদরের (Monkey Bite) কামড়ে আহত বহু মানুষ প্রতিদিন জলাতঙ্ক রোগের (Rabies) প্রতিষেধক নিতে আসেন, কিন্তু ভ্যাকসিনের অভাবে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:- New Jalpaiguri Railway Court Inauguration: নিউ জপাইগুড়ি রেলওয়ে কোর্টের আধুনিকীকরণ,বাড়বে গতিশীলতা
সকাল থেকে হাসপাতালের (Hospital) সুপার স্পেশালিটি বিভাগে একের পর এক রোগী এসে ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। তাদের বিকেলে আসতে বলা হয়েছে, তবে নিশ্চিতভাবে কখন ভ্যাকসিন মিলবে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানাতে পারেননি। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা রোগীরা এই পরিস্থিতিতে(Jalpaiguri News) চরম সমস্যায় পড়েছেন। অনেকের সঙ্গেই ছোট শিশু (Child Patient) রয়েছে, যাদের জলাতঙ্কের (Rabies) প্রতিষেধক পাওয়া জরুরি। হাসপাতালে কর্তব্যরত নার্সরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের (Rabies Vaccine) সরবরাহ ঠিকমতো হচ্ছে না। প্রয়োজনের তুলনায় ভ্যাকসিনের পরিমাণ অত্যন্ত কম, ফলে প্রতিদিন বহু রোগী বঞ্চিত হচ্ছেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
অধিকাংশ রোগীর মধ্যে ছোট বাচ্চারাই বেশি, যাদের জলাতঙ্ক প্রতিরোধের জন্য দ্রুত ভ্যাকসিন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু হাসপাতালের এই সংকটের কারণে(Jalpaiguri Medical College and Hospital) অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা বারবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও আশ্বাস ছাড়া কিছুই পাচ্ছেন না। রোগীদের বলা হয়েছে, পরবর্তী সময়ে এসে খোঁজ নিতে। কিন্তু জলাতঙ্ক রোগের (Rabies Infection) ক্ষেত্রে সময়মতো ভ্যাকসিন(Vaccine) নেওয়া অত্যন্ত জরুরি। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে রোগীদের স্বাস্থ্য নিয়ে বড়সড় ঝুঁকি তৈরি হতে পারে। সরকারি হাসপাতালের (Government Hospital) এই ভ্যাকসিন সংকট (Vaccine Shortage) কবে কাটবে, তা স্পষ্ট নয়। তবে দ্রুত ব্যবস্থা(Jalpaiguri News) না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।