নিউজ পোল ব্যুরো: রাজ্যে ভয়াবহ আকার নিচ্ছে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস (Lymphatic Filariasis)। একরত্তি মশার (Mosquito) কামড়ে শরীরে ঢুকছে পরজীবী এবং তার থেকেই ভয়ঙ্কর অসুখ বাসা বাঁধছে বহু মানুষের দেহে। বিশেষ করে অণ্ডকোষে তরল জমা হওয়া এবং পা ফুলে যাওয়া এই দুই মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে আক্রান্তদের মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পশ্চিমবঙ্গের অন্তত ২৪টি জেলায় এই রোগ মহামারীর আকার ধারণ করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে রাজ্যের তিনটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
(১)পুরুলিয়া – ৩১৭৪ জন আক্রান্ত
(২)পশ্চিম বর্ধমান – ১১৫৫ জন আক্রান্ত
(৩)বীরভূম – ৯৮০ জন আক্রান্ত

আরও পড়ুন: http://Firhad Hakim: ভূমিধসের শঙ্কায় দ্রুত ব্যবস্থা প্রশাসনের
তবে শুধু এই তিনটি জেলা নয়, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান , এবং বীরভূম -সহ মোট ২৪টি জেলায় লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস মহামারীর পর্যায়ে পৌঁছেছে। আসলে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস হল একটি মশাবাহিত পরজীবী সংক্রমণ। বিশেষ করে স্ত্রী কিউলেক্স মশা এই রোগের বাহক।
উপসর্গ কী কী?
✅ জ্বর
✅ শরীর ব্যথা
✅ মাথাব্যথা
✅ কুঁচকি, বগল, হাত-পায়ের কিছু অংশ লাল হয়ে ফুলে যাওয়া
✅ অণ্ডকোষের চারপাশে তরল জমা হওয়া
✅ পায়ের মারাত্মক ফোলা

তাই এই মুহূর্তে রাজ্যে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস (Mosquito) সংক্রমণ নিয়ন্ত্রণে আনা জরুরি। চিকিৎসকরা বলছেন, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ওষুধেই নিয়ন্ত্রণ সম্ভব, তবে অবহেলা করলে সারাজীবনের জন্য পা বা অণ্ডকোষ বিকৃত হয়ে যেতে পারে। তাই উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করা অত্যন্ত জরুরি। কারন এখনই সতর্ক না হলে, সামনের বছরগুলোতে এই রোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে।