শ্যামল নন্দী, বারাসাত: কোন প্রথাগত শিক্ষা না থাকলেও জন্মগত থেকেই তারা শিল্পী। ছবি এঁকে গান গেয়েই তাদের জীবনযাপন। তাঁরা পট চিত্রকর। পটচিত্রের (Pattachitra) তুলির টানে অসাধারণ শিল্পকলা। প্রচন্ড গরমের দাবদাহে জলের পাত্রের উপর পটচিত্রের শিল্পকলা (Art)। তুলির টানে জলের পাত্রে ফুটে উঠছে পটচিত্র। পটচিত্র বাংলার গহীন ঐতিহ্যের এক চিরকালীন অঙ্গ। আজও রঙিন তুলির আঁচড়ে মানুষের মন কেড়ে নেয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেমন সমাজ বদলেছে, তেমনি এই প্রাচীন শিল্পটিও (Ancient art) নতুন রূপে সেজেছে। চন্ডীপুরের চিত্রকররা (Chandipur Pattachitra) আজকাল শুধুমাত্র পট এঁকেই থেমে থাকেন না। তারা এখন পটচিত্রকে সাজিয়ে তুলছেন বিভিন্ন উপহার সামগ্রী, ঘর সাজানোর জিনিস, এমনকি দৈনন্দিন ব্যবহারের সামগ্রীতে। এই অনন্য শিল্পকর্মের মাধ্যমে তারা একদিকে যেমন তাঁদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছেন, তেমনি নিজেদের জীবিকা সংগ্রহের (Livelihood) নতুন পথও তৈরি করেছেন।
আরও পড়ুন: Atrai River: কেন শুকিয়ে যাচ্ছে আত্রাই?
পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার চন্ডীপুর ব্লকের হবিচক নানকারচক এলাকায় পটচিত্রের নতুন জগতের জন্ম হয়েছে। এখানে পটচিত্রের (Chandipur Pattachitra) শিল্পীরা নিজের চিরাচরিত প্রথা ছেড়ে, মাটির কলস থেকে শুরু করে বেতের কুলো, জলপাত্র, অ্যালুমিনিয়ামের হাঁড়ি, কেটলি, এবং জামাকাপড়ে পটচিত্র আঁকছেন। কোনোদিন এসব কাজকে পটচিত্রের অংশ হিসেবে ভাবা হত না। কিন্তু আজ তা হয়ে উঠেছে শিল্পের নতুন দিশা।

চিত্রকর আবেদ বলেন, “আগে পট দেখিয়ে এবং গান গেয়ে রোজগার করা হত। কিন্তু এখন আর তা সম্ভব নয়। তাই আমাদের শিল্পকর্মকে নতুনভাবে উপস্থাপন করতে হচ্ছে। আমরা পটচিত্রকে এখন উপহার সামগ্রী, বাড়ির সাজসজ্জা, এমনকি পোশাকেও ফুটিয়ে তুলি। এর ফলে যেমন আমাদের জীবিকা চলতে সাহায্য হচ্ছে, তেমনি পটচিত্রের ঐতিহ্যও জীবিত থাকছে।”
এভাবে চিত্রকররা তাঁদের শিল্পকর্মের সঙ্গে যুগের পরিবর্তন সঙ্গতিপূর্ণ একটি নতুন ব্যবসায়িক মডেল তৈরি করেছেন। বিভিন্ন মেলায়, হস্তশিল্প মেলায়, এবং সরকারের সহায়তায় এই সমস্ত পটচিত্রের কাজ বিক্রি হয়, যা চিত্রকরদের জন্য অর্থ উপার্জনের একটি বড় পথ খুলে দিয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

চন্ডীপুরের (Chandipur Pattachitra) এই শিল্পীরা প্রমাণ করে দিচ্ছেন, যেখানে একসময় শুধুমাত্র পটচিত্রের ছবির আকাশ ছিল, সেখানে আজ সেই পটচিত্রের রঙিন তুলির