Recruitment Scam: চাকরিহারাদের ক্ষোভের আঁচ জেলায় জেলায়, গেটের তালা ভেঙে বিক্ষোভ

breakingnews জেলা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: রাজ্যে চাকরি হারানো শিক্ষক ও শিক্ষা কর্মীদের বিক্ষোভের (Recruitment Scam) ঝড় উঠেছে। বিভিন্ন জেলায় বিশেষ করে মেদিনীপুর (Midnapore), বালুরঘাট (Balurghat), পূর্ব মেদিনীপুর (East Midnapore) এবং মালদহে (Malda) পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষক-শিক্ষাকর্মীরা ডিআই (ডিরেক্টর অফ ইনস্ট্রাকশন) অফিসে ঢুকতে বাধা দিচ্ছেন এবং সেখানকার অফিসের কর্মীদের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। মেদিনীপুরে ডিআই অফিসে (Midnapore DI Office) কর্মচারীদের তালা ঝুলিয়ে প্রতিবাদ করা হয়। মঙ্গলবার, শিক্ষকদের বিক্ষোভের মাঝে ডিআই-সহ এক কর্মীকে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে।

আরও পড়ুন: Chandipur Pattachitra:পটশিল্পের এমন রূপ আগে কখনও দেখেছেন?

একই ঘটনা ঘটছে বালুরঘাটেও (Balurghat)। যেখানে চাকরি হারানো শিক্ষকরা মিছিল করে ডিআই অফিসের দিকে এগিয়ে যান। পুলিশ মিছিল আটকাতে গেলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। চাকরিহারা শিক্ষকরা (Recruitment Scam) বলেন, “দুই বছর আগে আমরা পিপিই মডেল চেয়েছিলাম, যেখানে শিক্ষাকে বেসরকারিকরণের পথে নেওয়ার পরিকল্পনা ছিল।” তারা আরও বলেন, “যেমন ১৫ বছর পর আবার পরীক্ষা দিতে বলা হয়েছে, এটা কি সম্ভব? এমনকি সরকারের এই পরিস্থিতি আমাদের জীবনে চরম অসুবিধা সৃষ্টি করছে।”

মেদিনীপুরে শিক্ষকদের প্রতিবাদ (Recruitment Scam) শুধু ডিআই অফিসে নয়, বরং এসএসসি কমিশনের (SSC Commission) বিরুদ্ধে একটি প্রতীকী বিক্ষোভও দেখা গেছে। শিক্ষকেরা কমিশনকে ‘শবদেহ’ হিসেবে বয়ে নিয়ে যান, বলছেন কমিশনের কোনো কার্যকারিতা নেই। পূর্ব মেদিনীপুরেও এ ধরনের প্রতিবাদ দেখা যায়, যেখানে শতাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী মানিকতলার ডিআই অফিসে গিয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে কসবার (Kasba) ডিআই অফিসেও তুমুল উত্তেজনা৷ পুলিশের বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে এবং তার পর গেটের তালা ভেঙে ডিআই অফিসের ভিতরে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা৷ ডিআই অফিসের ভিতরেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা৷ বিক্ষোভাকীরদের দাবি, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে৷ ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে এক স্কুল শিক্ষক অসুস্থও হয়ে পড়েন৷ পরে পুলিশ বিক্ষোভকারী শিক্ষকদের উপরে লাঠিচার্জ করে বলেও অভিযোগ৷

মালদহেও (Malda) বিক্ষোভের আগুন ছড়িয়েছে। ইংরেজবাজারে চাকরিহারা শিক্ষকরা জেলা শিক্ষা দপ্তর ঘেরাও করে প্রতিবাদ জানায়, এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভের পরিপ্রেক্ষিতে চাকরিহারা শিক্ষকদের দাবি স্পষ্ট—যোগ্যদের তালিকা প্রকাশ করে তাদের পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে।